TRENDING:

Trains Cancelled: চব্বিশ ঘণ্টা পেরিয়েও পুরুলিয়ায় চলছে অবরোধ, আজও বাতিল বহু ট্রেন! রইল তালিকা

Last Updated:

বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করতে হয়েছে৷ খড়্গপুর থেকে রাঁচিগামী মেমু এক্সপ্রেস ট্রেনটি আদ্রা পর্যন্ত গিয়ে ফিরতি পথে রওনা দেবে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: চব্বিশ ঘণ্টা পেরিয়ে গেলেও পুরুলিয়ার কুস্তাউর স্টেশনে রেল অবরোধ চালিয়ে যাচ্ছেন কুর্মি সম্প্রদায়ের প্রতিনিধিরা৷ অবরোধ চলছে দক্ষিণ পূর্ব রেলের অন্যান্য কয়েকটি জায়গাতেও৷ আর তার জেরে চরমে যাত্রী ভোগান্তি৷ আজও বাতিল করা হয়েছে একাধিক এক্সপ্রেস এবং প্যাসেঞ্জার ট্রেন৷ অনেক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করতেও হয়েছে৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

দক্ষিণ পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আজ দূরপাল্লার যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে, তার মধ্যে রয়েছে ধানবাদ-টাটানগর-ধানবাদ এক্সপ্রেস৷ ঝাড়গ্রাম- ধানবাদ মেমু এক্সপ্রেস, হাওড়া- বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, হাওড়া-তিতলাগড় এক্সপ্রেসের মতো ট্রেনগুলি৷

আরও পড়ুন: বদলে যাবে এলাকার অর্থনীতি, তাজপুর বন্দর নিয়ে আশাবাদী রাজ্য সরকার

এছাড়াও ঝাড়গ্রাম-পুরুলিয়া মেমু স্পেশাল, চক্রধরপুর-গোমো-চক্রধরপুর মেমু এক্সপ্রেস, টাটানগর-দানাপুর-টাটানগর এক্সপ্রেস, টাটানগর-আসানসোল মেমু প্যাসেঞ্জার স্পেশ্যালের মতো ট্রেনও বাতিল থাকবে৷ রেল তরফে জানানো হয়েছে, অবরোধের জেরে মোট ২৫টি ট্রেন বাতিল করা হয়েছে৷

advertisement

বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করতে হয়েছে৷ খড়্গপুর থেকে রাঁচিগামী মেমু এক্সপ্রেস ট্রেনটি আদ্রা পর্যন্ত গিয়ে ফিরতি পথে রওনা দেবে৷ সাঁতরাগাছি- ঝাড়গ্রাম সাপ্তাহিক স্পেশ্যাল ট্রেনটি চলবে খড়্গপুর পর্যন্ত৷ জগদল পুর থেকে হাওড়াগামী এক্সপ্রেস ট্রেনটি টাটানগর পর্যন্ত আসবে৷

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

এ ছাড়াও বিক্ষোভের জেরে বেশ কয়েকটি ট্রেনের রুট পরিবর্তন করতে হয়েছে৷ তার মধ্যে রয়েছে পুরী- নিউ দিল্লি এক্সপ্রেস, মুম্বাই- হাওড়া মেল, পুণে- সাঁতরাগাছি হামসফর এক্সপ্রেসের মতো ট্রেন৷ শুধু পুরুলিয়ার কুস্তাউর স্টেশন নয়, ওড়িশা এবং ঝাড়খণ্ডের বিভিন্ন স্টেশনেও চলছে এই অবরোধ৷

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Trains Cancelled: চব্বিশ ঘণ্টা পেরিয়েও পুরুলিয়ায় চলছে অবরোধ, আজও বাতিল বহু ট্রেন! রইল তালিকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল