চাকলা এলাকার মানুষের প্রধান জীবিকা নার্সারির মাধ্যমে চারাগাছ বিক্রি। বিঘার পর বিঘা জমিতে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে উন্নত প্রযুক্তির আম, কাঁঠাল, জাম, লেবু, মোসাম্বি, ডালিম চারা গাছ তৈরি করা হয়। বিক্রির উদ্দেশে তৈরি করা হয় এই গাছগুলি।
আরও পড়ুনঃ বাংলায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে আটক! বজবজের মহিলার সঙ্গে মুম্বইয়ে যা হল…! আতঙ্কে পরিবার
advertisement
এবার রাতের অন্ধকারে এই চাকলা এলাকার দু’টি নার্সারিতেই কয়েক হাজার উন্নতি প্রযুক্তির চারাগাছ কেটে নষ্ট করে দেওয়া হল। রাতের অন্ধকারে কেউ বা কারা পরপর দু’টি নার্সারির দেশি-বিদেশি দামি চারাগাছ কেটে নষ্ট করে দেয় বলে অভিযোগ। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪ থেকে ৫ লক্ষ টাকা।
এই ঘটনায় অন্যান্য নার্সারি মালিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত দুই নার্সারির মালিক থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।