টিকিট পাওয়া নিয়ে মুখ খুলে এবার দলেরই একাংশকে নাম না করে বিঁধলেন মনোরঞ্জন ব্যাপারি৷ ফেসবুক পোস্টে তিনি নিজেই স্বীকার করে নিয়েছেন, অনেকেই পরবর্তী বিধানসভা নির্বাচনে তাঁর টিকিট পাওয়া নিয়ে সন্দিহান৷ যদিও সেই সমস্ত জল্পনাকে উড়িয়ে দিয়েই বলাগড়ের বিধায়কের দাবি, কাপড়ের বান্ডিল, ত্রিপলের বান্ডিল নিয়ে ঘুরে ঘুররে মানুষকে বিলি করেছেন,বছরভর মানুষকে পরিষেবা দিয়েছেন, তাই তিনি টিকিট পেতেই পারেন।
advertisement
ফেসবুকে তৃণমূল বিধায়ক আরও লিখেছেন, ‘আমি কি বালি চুরি করি? মাটি চুরি করি? সবুজ দ্বীপের গাছ কেটে বিক্রি করি? রেশনের মাল পাচার করি? গাজার ঠেক থেকে পয়সা তুলি? তাহলে দল কেন টিকিট দেবে না আমাকে! আমি তো মানুষকে পরিষেবা দিই।’
এ প্রসঙ্গে বলাগড় বিধায়ক আরও বলেন, ‘দল কাকে টিকিট দেবে সেটা দলের বিষয়। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক। আমাকে যে কাজ দিয়েছেন সেই কাজ আমি করেছি। যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কোন কাজ তোমাকে করতে হবে না বাড়ি গিয়ে বসে থাকো তাই বসে থাকবো। আমি একজন লেখক, বই লিখব।’
বিধায়কের এ হেন বক্তব্য নিয়ে বলাগড়ের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কোনও প্রতিক্রিয়া দিতে চায়নি। বলাগড়ের বিধায়কের সঙ্গে স্থানীয় নেতাদের সংঘাত নতুন কিছু নয়৷ তবে হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘টিকিট কে পাবে সেটা দল ঠিক করবে। মনোরঞ্জনদা কে নিয়ে এই মুহূর্তে আমি কিছু বলতে চাই না৷ দেখা যাক তিনি টিকিট পান কিনা।’