মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। বারাসতের বাসিন্দা ১৭ বছর বয়সী সোহান হাসান সমুদ্রে তলিয়ে গিয়ে প্রাণ হারায়। নাসিমুল হক (২৩) নামে আরেক যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ১৯ বছর বয়সী শেখ আনিস ইসলাম নিখোঁজ ছিল। সোহান ছিল একাদশ শ্রেণির ছাত্র, নাসিমুল বেসরকারি সংস্থায় কর্মরত এবং আনিস উচ্চমাধ্যমিক পাশ করেছে।
advertisement
পরিবারের ১১ জন সদস্যের সঙ্গে তারা গত রবিবার দিঘা বেড়াতে এসেছিল এবং মঙ্গলবার তাজপুরে ঘুরতে এসে বিপদে পড়ে। স্থানীয়রা জানান, তিনজন যখন বিপদাপন্ন অবস্থায় হাবুডুবু খাচ্ছিল, তখন আশেপাশের লোকজনের চিৎকারে প্রাথমিক উদ্ধারকাজ শুরু হয়। পরে মন্দারমণি কোস্টাল থানার পুলিশ ও নুলিয়াদের দল এসে তল্লাশি শুরু করে।
তবে এই দুর্ঘটনার মূল কারণ হিসেবে সামনে এসেছে তাজপুর সৈকতের নিরাপত্তা ব্যবস্থার চরম অভাব। অবশেষে নিখোঁজ
শেখ আনিস ইসলামকে মন্দারমণি থেকে উদ্ধার করল দুনিয়ারা।