রাণা কর্মকার, হুগলি: ম্যাট্রিমনি সাইটে হাই প্রোফাইল ব্যবসায়ী পরিচয় দিয়ে হুগলির তরুণীর থেকে ৪৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে মূল পান্ডাকে মন্দারমণির একটি রিসর্ট থেকে গ্ৰেফতার করল হুগলি জেলা গ্ৰামীণ পুলিশের সাইবার সেল। অভিযুক্তের নাম জামির আব্বাস (৩৭), বাড়ি হুগলির খানাকুলে।
advertisement
গত জুলাই মাসে এই প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত দুজন অভিযুক্তকে গ্ৰেফতার করেছিল পুলিশ। তাদের একজন অভিষেক রায়, বাড়ি ঝাড়খণ্ডের দেওঘরে। অন্যজন জাহির আব্বাস, বাড়ি হুগলির খানকুলে। এরা দুজনে প্রধান অভিযুক্ত জামির আব্বাসের ম্যানেজার হিসাবে পরিচয় দিয়ে প্রতারণা চক্র চালাত। ম্যাট্রিমনি সাইটের মাধ্যমে পরিচয় দিয়ে এই প্রতারণা চক্র হুগলি জেলায় প্রথম বলে পুলিশ জানিয়েছে।
বৃহস্পতিবার হুগলির কামারকুন্ডুতে সাইবার ক্রাইম থানায় সাংবাদিক বৈঠক করেন হুগলি গ্রামীণ অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার। তিনি জানান, গত ২৬ মে হুগলির সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন এক তরুণী। সেখানে তিনি জানান, ম্যাট্রিমনি সাইটে অনুপম রায় নামে এক ব্যবসায়ীর সঙ্গে তার পরিচয় হয়। এরপর বিবাহের প্রস্তাবের মাধ্যমে দুপক্ষের সম্পর্ক দৃঢ় হয়। ওই তরুণী ও তার পরিবারের লোকজনের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলেন অভিযুক্ত জামির আব্বাস।
নিজের নাম গোপন করে অনলাইনে অনুপম রায় পরিচয় দিয়ে প্রতারনা চালিয়েছে অভিযুক্ত। চলতি বছরের জানুয়ারি মাসে অভিযুক্ত জামির আব্বাস তরুণীকে জানায়, জিএসসি ও ইনকাম ট্যাক্স সংক্রান্ত বিষয়ে তার ব্যবসায়িক সমস্যা তৈরি হয়েছে। সেই কারণে তার সমস্ত ব্যাঙ্কের অ্যাকাউন্ট সিল করে দেওয়া হয়েছে। কিছু অর্থের প্রয়োজন, টাকা দিলে তার সমস্ত অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। এই টোপ দিয়ে অভিযুক্ত ধাপে ধাপে মোট পাঁচটি অ্যাকাউন্ট থেকে ৪৪ লক্ষ টাকা হাতিয়ে নেয় তরুণীর পরিবারের থেকে। এরপরেই অনলাইন সাইট থেকে অভিযুক্ত তার অ্যাকাউন্ট সরিয়ে নেয় এবং তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে তরুণীর পরিবারের লোকজন হুগলি জেলা গ্রামীণ পুলিশের সাইবার থানায় গত ৬ মে অভিযোগ দায়ের করেন। তারপরেই পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে।
তদন্তে নেমে প্রতারকদের ম্যানেজার হিসাবে পরিচয় দেওয়া অভিষেক রায়কে গ্রেফতার করে পুলিশ। অভিষেকের সূত্র ধরে গত ৯ মে রাতে হুগলির খানাকুল থেকে জাহির আব্বাস নামে আরও একজনকে গ্রেফতার করে। কিন্তু তখন থেকে মূল অভিযুক্ত যিনি অনুপম রায় নাম দিয়ে প্রতারণা করেছিল, সে অধরা ছিল। এবার সেই অভিযুক্তকে মন্দারমণির একটি রিসর্ট থেকে বুধবার গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি বিবাহের নাম করে একাধিক তরুণীর সঙ্গে এই ধরনের সম্পর্ক তৈরি করে পরিবারের বিশ্বাস অর্জন করে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করত। পাশাপাশি এই ঘটনায় আর কারা কারা যুক্ত আছে, কতদিন ধরে তারা এই প্রতারণা করছে, সবটাই খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।