টোটোয় বসেছিল চার তরুণী। তাঁদের দেখে পিছু ধাওয়া করে এক যুবক। মুখে মাস্ক বাধা ওই যুবক মোটরসাইকেলে ছিল। টোটো লক্ষ্য করে মোটর সাইকেল চালাতে চালাতেই প্যান্টের চেন খুলে ফেলে সে। এরপর টোটোয় বসে থাকা তরুণীদের উদ্দেশ্য করে বারবার গোপনাঙ্গ দেখাতে থাকে সে। টোটোয় সওয়ার তরুণীরা যুবকের এই কার্যকলাপ মোবাইল ফোনে তুলে নেন। এরপর তাঁরা সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেন। দ্রুত গতিতে ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিও।
advertisement
বৃহস্পতিবার বিকেলে বর্ধমান শহরের বিবেকানন্দ কলেজ মোড়ের কাছে এই ঘটনা ঘটেছে। সেই সময় টোটো চড়ে চার তরুণী ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় বাইকে সওয়ার ওই যুবক গোপনাঙ্গ দেখিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করে। মুখে মাস্ক পরে নিজের পরিচয় গোপন করতে চেয়েছিলেন যুবক। যদিও তা পারেননি বলেই দাবি তরুণীর। সোশাল মিডিয়ায় অভিযুক্ত যুবকের নামও ফাঁস করে দেন অভিযোগকারিণী। সে স্থানীয় এলাকারই বাসিন্দা। এই ভিডিও বর্ধমান সাইবার থানার পুলিশের নজরে এসেছে। ওই যুবকের খোঁজ শুরু করেছে পুলিশ।
এই ঘটনায় অবাক নেটিজেনরা। তাঁরা বলছেন, ওই যুবকের অশ্লীল আচরণের সময় রাস্তায় যথেষ্ট ভিড় ছিল। সকলের নজর এড়িয়ে ওই যুবক কীভাবে এমন অশোভনীয় কাজ করল সে প্রশ্ন তুলছেন তাঁরা। আবার অনেকের মতে, ওই যুবক বিকৃতকাম বা মানসিক ভারসাম্য হারিয়েছে। সে কারণেই তরুণীদের দেখে সে এমন আচরণ করেছে।
ওই যুবকের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন অনেকেই। আতঙ্কিত টোটোয় থাকা ওই চার তরুণীও। অনেকেই মহিলাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। ওই যুবক কেন এমন আচরণ করল তা খতিয়ে দেখা হবে বলে বর্ধমান থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে।