স্থানীয় সূত্রে খবর, গত সোমবার হাওড়ার বেলগাছিয়ার যুবক বুবাই মাইতি (২৫) নামে এক যুবক তাঁর পরিচিত এক ব্যক্তির সঙ্গে মোটরসাইকেলে চেপে প্রয়াগরাজের মহাকুম্ভে মাঘী পূর্ণিমা উপলক্ষে স্নান করতে বের হন।
আরও পড়ুন: মহাকুম্ভে পুণ্যস্নান সেরে ফেরার পথে বিহারে ভয়াবহ দুর্ঘটনা! মৃত দেগঙ্গার ২ মহিলা, গুরুতর আহত ৮
advertisement
মঙ্গলবার ভোররাতে বিহারের ঔরঙ্গাবাদে ১৯ নম্বর জাতীয় সড়কে বুবাইয়ের বাইক নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি একটি ট্রাকের পিছনে ধাক্কা মারে বলে খবর। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় দুজনেই রাস্তায় ছিটকে পড়েন। বুবাই বাইক চালানোর কারণে তিনি গুরুতর আহত হন। সেখানে দুজনেই দীর্ঘক্ষণ রাস্তায় পড়েছিলেন। পরে মোফাসিল থানার পুলিশ খবর পেয়ে তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বুবাইকে মৃত বলে ঘোষণা করেন। আহত আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়।
গতকাল বিহারের হাসপাতালে ময়নাতদন্তের পর বুবাইয়ের দেহ বাড়ির উদ্দেশে নিয়ে আসা হয়। বুধবার ওই যুবকের দেহ বাড়িতে নিয়ে আসা হলে গোটা পরিবার কান্নায় ভেঙে পড়ে। স্থানীয় বাসিন্দারাও বাড়ির সামনে ভিড় করে থাকেন।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বাইকের গতি অত্যধিক বেশি থাকায় এই দুর্ঘটনা। পরিবার সূত্রে খবর, বুবাই রাজ্য বিদ্যুৎ নিগমের অস্থায়ী কর্মী ছিলেন। বাড়িতে স্ত্রী ছাড়াও ওই যুবকের মা এবং বাবা আছেন।