ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসার পরপরই চিকিৎসক দীপঙ্কর দাস (৩৮)কে মৃত বলে ঘোষণা করেন। এভাবে পরিবারের এক ছেলের অকালে মৃত্যুর ঘটনায় কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য।
প্রসঙ্গত, সাপের কামড়ে মৃত্যুর ঘটনা এই প্রথম নয়। এর আগেও বিভিন্ন সময়ে এই রাজ্যে এমন ঘটনা ঘটেছে। বিশেষ করে বর্ষাকালে, যখন সাপের উপদ্রব বাড়ে, তখন গ্রামে বহু মানুষ সাপের কামড়ে আক্রান্ত হন৷ কারও মৃত্যু হয়, কেউ আবার প্রাণে বেঁচে যান৷ তবে দক্ষিণ ২৪ পরগনার দীপঙ্কর দাস বাঁচতে পারলেন না। পরিবার জানিয়েছে, জমিতে জল দিতে গিয়ে তাঁর পায়ে কিছু একটা কামড়ায়। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। মৃত্যুর কোলে ঢলে পড়েন এই যুবক। স্বাভাবতই তাঁর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে৷
advertisement
অনুপ বিশ্বাস
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 09, 2025 12:48 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Snake Bite: জমির মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে ছিল 'মহাবিপদ'! জল দিতে গিয়ে প্রাণে বাঁচল না যুবক, বাড়িতে হাহাকার
