বিএসএফ দক্ষিণ বঙ্গ সীমান্তের ১৪৩তম ব্যাটালিয়নের অধীনে বর্ডার আউটপোস্ট (বিওপি) বিথারির সতর্ক বাহিনী সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে একটি বড় অভিযান পরিচালনা করে। সফল এই অভিযান। সোনা পাচারের চেষ্টা ব্যর্থ হয়েছে পাচারকারীর। পাচারকারীর কাছ উদ্ধার হয়েছে একাধিক সোনার বিস্কুট।
advertisement
অভিযান চলাকালীন, বাংলাদেশ থেকে ভারতে ২৫টি সোনার বিস্কুট পাচারের চেষ্টা করার সময় একজন চোরাকারবারিকে হাতেনাতে আটক করা হয়। সোনার ওজন ৩.৪২০ কেজি, যার আনুমানিক বাজার মূল্য ২,৯৫,৯০,১৮২ টাকা।
সূত্রের খবর অনুযায়ী, জিজ্ঞাসাবাদের সময়, অভিযুক্ত ব্যক্তি স্বীকার করেছেন যে তিনি উত্তর ২৪ পরগনা জেলার পদমভিলা গ্রামের বাসিন্দা। গত দুই মাস ধরে একজন বাংলাদেশি চোরাচালানের জন্য তার সঙ্গে যোগাযোগ করে বলেই স্বীকার করেছেন ধৃত।
আরও পড়ুন: বুধ-রাহুর মহামিলন! ৩ রাশির সাফল্যের দরজা খুলে যাবে, হাতে কুবেরের ধন
পুলিশ সূত্রের খবর, ধৃতকে বিথারি বাজারের কাছে রাস্তার ধারে একটি নির্দিষ্ট স্থানে সোনার চালানটি ফেলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এই কাজের বিনিময়ে ওই ব্যক্তিকে মাত্র ১৫০০ টাকা দেওয়ার শর্ত ছিল। তবে, বিএসএফের সতর্কতার কারণে, তার পরিকল্পনা ব্যর্থ হয় এবং জওয়ানরা তাকে সোনা সহিত আটক করে।
জিয়াউল আলম