মঙ্গলবার জানা গিয়েছে,পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নশরতপুর পঞ্চায়েতের মাধব সাহার গলি সংলগ্ন এলাকায় এক ব্যক্তির রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় বুধবার। মৃতের নাম বিমল কৃষ্ণ সাহা। প্রতিদিনের মতোই বুধবার ভোরে ফুল তুলতে ও বাড়ির সামনের রাস্তা পরিষ্কার করতে বেরিয়েছিলেন তিনি। কিছুক্ষণ পরেই রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায় বিমলকে। খবর পেয়ে ছুটে আসেন পরিবারের সদস্যরা ও প্রতিবেশীরা। মৃতের মাথার পিছনে গুরুতর আঘাতের চিহ্ন ছিল।
advertisement
পরিবারের অভিযোগ, এটি কোন স্বাভাবিক মৃত্যু নয়। পরিকল্পিত খুন। বিমলবাবুর স্ত্রীর বক্তব্য, ‘আমার স্বামীকে খুন করা হয়েছে। আমরা সঠিক তদন্ত চাই’। এরপরই মৃতের পরিবারের পক্ষ থেকে নাদনঘাট থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করে।
সোমবার গভীর রাতে পুলিশ গ্রেফতার করে মৃতের সম্পর্কে ভাই প্রলয় সাহাকে। মঙ্গলবার তাকে কালনা আদালতে তোলা হয়। বিচারক ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, হেফাজতে নিয়ে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হবে। ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে অভিযুক্ত প্রলয় সাহা আদালতে যাওয়ার পথে দাবি করেন, তিনি সম্পূর্ণ নির্দোষ। এই ঘটনায় ইতিমধ্যেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।