মহেশতলা, সমীর মণ্ডল: দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায় বন্ধ ঘর থেকে বাবা ও নাবালক ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে এলাকায় চঞ্চল্য ছড়িয়েছে। মহেশতলার ৩০ নম্বর ওয়ার্ডের মধ্য পাড়ার বাসিন্দা বাপ্পা নস্কর পেশায় একজন গাড়ির চালক।
জানা গিয়েছে কর্মসূত্রে বিভিন্ন সময় বাইরে থাকতেন তিনি। সেই সঙ্গে বাড়িতে থাকতেন পরিবারের স্বামী-স্ত্রী এবং এক নাবালক পুত্র-সন্তান নিয়ে। কিন্তু হঠাৎ মঙ্গলবার বন্ধ দুটি ঘর থেকে বাবা ও নাবালক ছেলের ঝুলন্ত দেহে উদ্ধার হয়।
advertisement
জোড়া দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ পৌঁছে তড়িঘড়ি জোড়া দেহ উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন বাবাও ছেলেকে।
আরও পড়ুন: এবার অন্য নজির বৈভবের, ১৪ বছর বয়সে দেশের শিশু-কিশোরদের সর্বোচ্চ সম্মান পেলেন সূর্যবংশী
ওই ব্যক্তির পরিবারের অভিযোগ তাঁর স্ত্রী পরকীয়ায় লিপ্ত ছিলেন, সেখান থেকেই অশান্তির সূত্রপাত। স্ত্রীj পরকীয়া জানতে পেরে বিভিন্ন সময় অশান্তি চলত তাদের বাড়িতে, এমনটাই দাবি করা হয়েছে। মৃত ওই দুজনের নাম বাপ্পা নস্কর(৪০), ছেলে রুপম নস্কর(১৪)। বাপ্পা নস্করের খড়দায় শ্বশুর বাড়ি, তার স্ত্রী শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়িতে চলে যায় কয়েক মাস আগে। পরিবারের অভিযোগ স্ত্রীর পরকীয়ার কারণে নাবালক ছেলেকে মেরে নিজে আত্মঘাতী হয়েছেন।
