TRENDING:

Mamata Banerjee: এজেন্সির নাম করে টাকা লুঠ! বিস্ফোরক অভিযোগ মমতার, মনে পড়ছে ব্রিটিশ অত্যাচার

Last Updated:

Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংযোজন, ''আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি ২০২৪-এ বিজেপি আসবে না। কী অংক, কী ভাবে এল? বলতে পারবো না।''

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হিন্দমোটর: একগুচ্ছ শিল্প প্রকল্পের উদ্বোধন করতে বুধবার উত্তরপাড়ার হিন্দমোটরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানে গিয়েও মুখ্যমন্ত্রীর ভাষণে উঠে এল সেই পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়দের প্রসঙ্গ। তবে, একটি বারের জন্যও নির্দিষ্ট ভাবে নাম নেননি মুখ্যমন্ত্রী। তবে, এদিন একাধারে তিনি যেমন বলেছেন, আইনে কেউ দোষী প্রমাণিত হলে শাস্তি পাবেই, তেমনই সুর চড়িয়েছেন কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে।
মমতার বিস্ফোরক অভিযোগ
মমতার বিস্ফোরক অভিযোগ
advertisement

বাংলা থেকে ২১ কোটি টাকা উদ্ধার, সেই বিষয়ে বলতে গিয়ে মমতা বলেন, ''আজ এইভাবে এজেন্সির নাম করে অন্য দলের নাম খারাপ করে নিজেরা টাকা লুঠ করে যাচ্ছেন। কত কেস পড়ে আছে, সেইগুলো আগে দেখো। বাংলাকে ভাঙতে গেলে সত্যিকারের সিংহকে মারো। বাংলা তাতেও ভয় পাবে না। ব্রিটিশদের কত অত্যাচার ছিল আমি শুনেছি। কিন্তু এই রকম ছিল না।''

advertisement

আরও পড়ুন: ধোপে টিকল না যুক্তি, আর্থিক বিষয়ে গ্রেফতার করতেই পারে ইডি! বিরাট রায় সুপ্রিম কোর্টের

মুখ্যমন্ত্রীর সংযোজন, ''আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি ২০২৪-এ বিজেপি আসবে না। কী অংক, কী ভাবে এল? বলতে পারবো না। অ্যাস্ট্রোলজিস্টরাও বলতে শুরু করছে। সেই জন্য ওই বাড়িতে ভাঙছে। এমনিতেই আপনারা সোনাতে মুড়ে আছেন। যদি কোনো ব্যাক্তিগত অভিযোগ আসে, তাহলে তুমি ব্যবস্থা নাও। আমি কিছু বলবো না।''

advertisement

আরও পড়ুন: বেলঘরিয়ায় অর্পিতার ফ্ল্যাটে তালা ভেঙে ঢুকল ইডি, তল্লাশি চলছে বালিগঞ্জেও

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামের মেয়ে রজনী বাউরি, বাঁকা কথা উড়িয়েছেন ড্রিবল করে,পায়ে বল স্বপ্ন দেশের হয়ে খেলার
আরও দেখুন

বাংলার উন্নয়নের বিষয়ে বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায় এরপর বলেন, ''সারা বাংলা আজ উন্নতি করছে। বেঙ্গল এখন গেটওয়ে হয়ে গেছে। বাংলাতে শিল্প করার জন্য কত অনুরোধ আসে, আপনারা বিশ্বাস করতে পারবেন না। ৫০ থেকে ৬০ হাজার আইটি চাকরি হবে। এখানে চাকরি ছুট-এর সংখ্যা কম। আমি সবাইকে বলব পড়াশোনা করে ফিরে আসো। নিজের জায়গা নিজে খুঁজে নাও। আমরা চাকরি চাই। ওরা চায় না। আমি শিল্প চাই। ওরা চায় না।''

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee: এজেন্সির নাম করে টাকা লুঠ! বিস্ফোরক অভিযোগ মমতার, মনে পড়ছে ব্রিটিশ অত্যাচার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল