বাংলা থেকে ২১ কোটি টাকা উদ্ধার, সেই বিষয়ে বলতে গিয়ে মমতা বলেন, ''আজ এইভাবে এজেন্সির নাম করে অন্য দলের নাম খারাপ করে নিজেরা টাকা লুঠ করে যাচ্ছেন। কত কেস পড়ে আছে, সেইগুলো আগে দেখো। বাংলাকে ভাঙতে গেলে সত্যিকারের সিংহকে মারো। বাংলা তাতেও ভয় পাবে না। ব্রিটিশদের কত অত্যাচার ছিল আমি শুনেছি। কিন্তু এই রকম ছিল না।''
advertisement
আরও পড়ুন: ধোপে টিকল না যুক্তি, আর্থিক বিষয়ে গ্রেফতার করতেই পারে ইডি! বিরাট রায় সুপ্রিম কোর্টের
মুখ্যমন্ত্রীর সংযোজন, ''আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি ২০২৪-এ বিজেপি আসবে না। কী অংক, কী ভাবে এল? বলতে পারবো না। অ্যাস্ট্রোলজিস্টরাও বলতে শুরু করছে। সেই জন্য ওই বাড়িতে ভাঙছে। এমনিতেই আপনারা সোনাতে মুড়ে আছেন। যদি কোনো ব্যাক্তিগত অভিযোগ আসে, তাহলে তুমি ব্যবস্থা নাও। আমি কিছু বলবো না।''
আরও পড়ুন: বেলঘরিয়ায় অর্পিতার ফ্ল্যাটে তালা ভেঙে ঢুকল ইডি, তল্লাশি চলছে বালিগঞ্জেও
বাংলার উন্নয়নের বিষয়ে বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায় এরপর বলেন, ''সারা বাংলা আজ উন্নতি করছে। বেঙ্গল এখন গেটওয়ে হয়ে গেছে। বাংলাতে শিল্প করার জন্য কত অনুরোধ আসে, আপনারা বিশ্বাস করতে পারবেন না। ৫০ থেকে ৬০ হাজার আইটি চাকরি হবে। এখানে চাকরি ছুট-এর সংখ্যা কম। আমি সবাইকে বলব পড়াশোনা করে ফিরে আসো। নিজের জায়গা নিজে খুঁজে নাও। আমরা চাকরি চাই। ওরা চায় না। আমি শিল্প চাই। ওরা চায় না।''
