শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, “এই সময় সবাইকে একসঙ্গে লড়াই করতে হবে।”এদিনের বক্তব্যের মাধ্যমে স্পষ্ট বীরভূম জেলায় খুব তৃণমূল নেত্রীর যে নজর রয়েছে দলের নেতাকর্মীদের ওপর তা ফের স্পষ্ট হল। প্রসঙ্গত মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলের গ্রেফতারের পর একটি কোর কমিটি তৈরি করে দিয়েছিলেন। যে কোর কমিটিতে বীরভূমের একাধিক তৃণমূল নেতা রয়েছেন। সবাইকে একসঙ্গে থাকার বার্তা কোর কমিটির বৈঠক করেই সম্প্রতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
আরও পড়ুন– ২জি মুক্ত দেশ! সকলের জন্য ইন্টারনেট, রিলায়েন্স আনল ‘জিও ভারত’
এই প্রথম সাম্প্রতিক সময় অনুব্রতহীন পঞ্চায়েত নির্বাচন হতে চলেছে বীরভূমে। রাজনৈতিক মহলের ধারণা অনুব্রত মণ্ডল ময়দানে না থাকলেও যাতে দলে নেতাকর্মীরা ভোটের দিন উজ্জীবিত থাকেন সেই দিকে মাথায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের টেলিফোনিক বার্তা। পাশাপাশি এই দিনের টেলিফোনিক বার্তা থেকে কেন্দ্রকেও কড়া আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই বীরভূমে সবথেকে বেশি গ্রাম পঞ্চায়েতের আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে বীরভূমের পঞ্চায়েত নির্বাচনের ফলাফল তৃণমূল কংগ্রেসের কাছে অ্যাসিড টেস্ট বলেই মনে করছে রাজনৈতিক মহল। আর তাই বীরভূমে তৃণমূল কংগ্রেসের ভোটদানের হার বাড়ানো এখন সব থেকে বড় চ্যালেঞ্জ এই পঞ্চায়েত নির্বাচনে বলেই মনে করা হচ্ছে।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়