২০২৪ লোকসভা নির্বাচনে দেশে বাঙালি প্রধানমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে চায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা। সেজন্যই আজ সকাল থেকে ডায়মন্ড হারবার ২ নং ব্লকের আখরাপুঞ্জ গ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রীত্বর জন্য গ্রামের মন্দিরে পুজো দিয়ে প্রার্থনা শুরু করেছে গ্রামবাসীরা।
পাশাপাশি ডায়মন্ড হারবার ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুময় গায়েন বলেন, ২০২৪ দিল্লির মসনদে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীজোটের মুখ হিসেবেই তিনি একমাত্র যোগ্য। বিজেপির বিজয় রথ বাংলাতে আটকে নিজের সুযোগ্য নেতৃত্বকে প্রমান করেছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বাংলা এবার বাঙালি প্রধানমন্ত্রী চায়। সে জন্যই আজ যেমন হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা মন্দিরে পুজো দিয়ে প্রার্থনা করেন তেমনি বিভিন্ন ধর্মের মানুষ তাঁদের মত করে প্রার্থনা শুরু করেছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা।
advertisement