মমতা এদিন বলেন, ‘আমাকেও যদি জেলেও পোরেন। আমি জেল ফুটো করে বেরিয়ে আসব। ভোটে জিততে সবাইকে জেলে পুরছেন। আর নিজেরা সব সাধু। চোরেদের জমিদার, জোতদার। চোরের মায়ের বড় গলা। শূন্য কলসি বাজে বেশি। আজ ক্ষমতায় আছেন, এজেন্সি নিয়ে ঘুরছেন। যেদিন থাকবেন না সেদিন কি হবে?’ উল্লেখ্য, সম্প্রতি এজেন্সির হাতে গ্রেফতার হয়েছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন৷ বিরোধী শিবির তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে৷ সেই সূত্রেই সম্ভবত মমতার এই আক্রমণ৷
advertisement
মমতা এদিন শান্তিপুরের সভা থেকে এদিন মমতা বলেন, ‘ভোট এলেই বলে মতুয়া। বড় মা’য়ের খোঁজ আমি রাখতাম। ওঁর চিকিৎসা আমি করিয়েছি। আর এখন বড় বড় কথা। মতুয়া বিকাশ পরিষদকে ১০ কোটি দিয়েছি। আমরা পরিকাঠামোর মানোন্নয়ন করেছি। ঠাকুরনগর ও গাইঘাটা সাজিয়েছি। হাবড়া, গাইঘাটা জুড়ে প্রচুর কাজ হচ্ছে। স্কুল, কলেজ, রাস্তা, পরিযায়ী শ্রমিক সকলের জন্য কাজ করা হচ্ছে। আর এত কাজের পরেও মহিলারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। কন্যাশ্রী পাচ্ছেন।’
পাশাপাশি মমতা এদিন বলেন, ‘আমরা দিল্লি দখল করব। বাংলাই পথ দেখাবে। আমরা জোট চেয়েছিলাম। কংগ্রেস আর সিপিএম জোট করেছে। আমি সিপিএম করি না, আমি বিজেপি করি না। আমি মা মাটি মানুষ করি। আমরা একাই লড়ব।’