এদিন মমতা বলেন, ‘আগে ১২ লক্ষ মানুষকে উত্তরবঙ্গের জন্য বিভিন্ন পরিষেবা দিয়ে এসেছি। আজ দেড় লক্ষ মানুষকে দেওয়া হল। আমি প্রধানমন্ত্রীকেও চিঠি দিয়েছি বারবার। সাধারণ মানুষের জন্য কিছু করতে পারলে ধন্য হব আমি। জলের কাজে আমরা ৭৫% খরচ করছি। জমি কিনতে, পাইপ দিতে, রক্ষণাবেক্ষণ করতে আমার খরচ হচ্ছে। আমাদের জিএসটি’র টাকা নিয়ে যায়।’
advertisement
তৃণমূল সুপ্রিমো এদিন আরও বলেন, ‘আমি আমার প্রাপ্য টাকা পাইনি। মা ভাই বোনেরা যেমন ভাবে সংসার চালান আমিও সেই ভাবে চালাই। কোনও মা ভাই বোনকে বঞ্চিত হতে দেব না।’
advertisement
প্রসঙ্গত, কিছুদিন আগেই ধরনা মঞ্চ থেকে মমতা জানিয়েছেন, ১০০ দিনের কাজের বকেয়া টাকা তিনিই মেটাবেন। ২১ তারিখের মধ্যে ২১ লক্ষ শ্রমিকের প্রাপ্য টাকা দিয়ে দেবেন তিনি। নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
Feb 07, 2024 6:30 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee: 'মা-বোনেরা যেভাবে সংসার চালান, আমিও সেভাবে সরকার চালাই...' হাওড়ার মঞ্চে কেন্দ্রকে কটাক্ষ মমতার
