TRENDING:

Mamata Banerjee: করোনা বাড়লে ফের বন্ধ স্কুল কলেজ, গঙ্গাসাগরের সভায় নির্দেশ মমতার

Last Updated:

এ দিন গঙ্গাসাগরের প্রশাসনিক বৈঠকের শুরু থেকেই করোনার তৃতীয় ঢেউ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee on Closing Schools and Colleges)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গঙ্গাসাগর: যে ভাবে করোনার (Covid 19 Third Wave) তৃতীয় ঢেউ আছড়ে পড়ছে, তাতে স্কুল কলেজ খুলে রাখার সিদ্ধান্ত পুনরায় খতিয়ে দেখার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ এ দিন গঙ্গাসাগরে প্রশাসনিক বৈঠকে এই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী৷ স্কুল, কলেজের পড়ুয়াদের মধ্যে করোনা সংক্রমণের সংখ্যা বাড়লে স্কুল কলেজ  বন্ধ করে দেওয়ার নির্দেশও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
মমতা বন্দ্যোপাধ্যায়৷ ছবি: ফেসবুক
মমতা বন্দ্যোপাধ্যায়৷ ছবি: ফেসবুক
advertisement

এ দিন গঙ্গাসাগরের প্রশাসনিক বৈঠকের শুরু থেকেই করোনার তৃতীয় ঢেউ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷ বিশেষত স্কুল এবং কলেজ পড়ুয়াদের মধ্যে যাতে সংক্রমণ না ছড়ায়, সে বিষয়ে প্রশাসনকে সতর্ক করেন তিনি৷

আরও পড়ুন: বিদেশ থেকে ফিরলেই ২২ দিনের নিভৃতবাস, কড়া নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর

স্কুল শিক্ষা দফতরের সচিব মণীশ জৈনের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, 'করোনার তৃতীয় ঢেউ শুরু হয়েছে দেশজুড়ে৷ ওমিক্রনও বাড়ছে৷ এর মধ্যে স্কুল, কলেজ খুলে রাখা যাবে কি না দেখে নাও৷ মাধ্যমিক পরীক্ষাও আছে৷ কোভিড প্রোটোকল মেনেই সব করতে হবে৷' এর পরেই মুখ্যমন্ত্রী আরও বলেন, 'আক্রান্ত বেশি হলে ফের আমাদের কিছুদিনের জন্য স্কুল, কলেজ ছুটি করে দিতে হবে৷'

advertisement

আরও পড়ুন: হঠাৎ ৪৪% আক্রান্ত বৃদ্ধি দেশে, চুপিসারে ভয়াবহ হয়ে উঠছে ওমিক্রন?

করোনা সংক্রমণের হার কিছুটা নিয়ন্ত্রণে আসার পর নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের জন্য স্কুলের ক্লাস শুরু হয়েছিল৷ পাশাপাশি খুলেছিল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ও৷ রাজ্য সরকারের পরিকল্পনা ছিল, পরিস্থিতি অনুকূল থাকলে নতুন বছরের শুরু থেকে স্কুলে নিচু ক্লাসেরও পঠনপাঠন শুরু করা৷ কিন্তু করোনা সংক্রমণের হার নতুন করে বাড়তে থাকায় সেই সম্ভাবনা যে আপাতত নেই, এ দিন মুখ্যমন্ত্রীর বৈঠকের পরই তা স্পষ্ট হয়ে গেলো৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

প্রসঙ্গত, করোনা সংক্রমণের হার এবং ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় আজ থেকেই দিল্লিতে স্কুল, কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে৷ এবার একই পথে হাঁটতে পারে এ রাজ্যও৷ তবে শুধু স্কুল, কলেজ নয়, এ দিন রাজ্যের সার্বিক করোনা পরিস্থিতি নিয়েই উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী৷

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee: করোনা বাড়লে ফের বন্ধ স্কুল কলেজ, গঙ্গাসাগরের সভায় নির্দেশ মমতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল