মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, ‘৫ লক্ষ সরকারি চাকরি দিতে চাই। কিন্তু কিছু করতে গেলেই কোর্টে মামলা করে দেয়। বিজেপি-সিপিআইএম-কংগ্রেস চাকরি দিতে দিচ্ছে না। কারও কাজ আটকানো বড় দুর্নীতি।’
আরও পড়ুন: পিছিয়ে না পড়ে জীবনকে চাঙ্গা করুন, বিদেশে এই ফুলকে ‘ইন্ডিয়ান ভায়াগ্রা’ বলে! বসন্তকালেই মেলে, জানুন
advertisement
এদিন মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেন, ‘চিকিৎসক সহায়ক যোগ্যশ্রীর মাধ্যমে নার্স নেওয়া হবে। এবার তৈরি হচ্ছে শিল্প।’ বিরোধীদের নিশানা করে মমতার দাবি, ‘চারপাশে চাকরি নেই। সিপিআইএম ও বিজেপি কে বলব এইগুলো আটকাবেন না। এত শিক্ষক পদ ফাঁকা আছে। কিন্তু এদের জন্য নিতে পারছি না। এই বিজেপি,সিপিআইএম-এর জন্য।’
আরও পড়ুন: সংক্রমণ রুখতে শারীরিক মিলনের আগে ও পরে প্রস্রাব করা উচিত, জানুন চিকিৎসকের মত
মুখ্যমন্ত্রীর ঘোষণা, ‘১ লক্ষ শিক্ষক নেওয়া হবে। ৫ লক্ষ লোক বিভিন্ন দফতরে নিয়োগ করা হবে। গণতন্ত্রে রাস্তায় আন্দোলন করুন। এটা বড় দুর্নীতি। যান খোঁজ নিয়ে দেখুন কত দুর্নীতি করেছেন। আমরা তো বলি না। চাকরি আটকাতে নেই। এটা মনে রাখবেন। ডিফেন্সে কী হয়েছে, আমরা তো বলি না।’
সোমরাজ বন্দ্যোপাধ্যায়