শম্পা ধাড়া জানিয়েছেন, চলতি বছরের ২৩ জানুয়ারি তাঁর কন্যা সন্তানের জন্ম হয়েছে। কিন্তু ‘বাংলার মা’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এতদিন মেয়ের নাম রাখা হয়নি। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় থাকবেন বলে শিশুকন্যাকে সেখানে নিয়ে গিয়েছিলেন। মুখ্যমন্ত্রীকে বলায় তিনি নামকরণ করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তাঁর শিশুকন্যার নাম রেখেছেন ‘ঐশী’। তিনি খুবই খুশি। মুখ্যমন্ত্রী বলেছেন, মেয়ে বড় হোক, মানুষের মত মানুষ হোক। মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছেন এটাই তো তাঁদের কাছে একটা বড় পাওয়া। শম্পা ধাড়া জানিয়েছেন, তাঁর খুবই আনন্দ হচ্ছে, গর্বও হচ্ছে। যেটা বলে বোঝানো যাবে না। তিনি জানান, এদিন বিধানসভায় অধিবেশন শেষে দুপুর আড়াইটার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হয়। এরপরই তিনি তাঁর শিশুকন্যার নামকরণের জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ই ‘ঐশী’ নামটি পছন্দ করে দেন। যার অর্থ হল ঈশ্বর প্রদত্ত, ঐশ্বরিক বা ঈশ্বরের মতো।
advertisement
কয়েক দিন পরেই কন্যার অন্নপ্রাশন। সোমবারই মুখ্যমন্ত্রীকে অন্নপ্রাশনের অনুষ্ঠানে যাওয়ার জন্য নিমন্ত্রণ করেন রায়নার বিধায়ক। দলের বিধায়কদেরও নিমন্ত্রণ করেন। শম্পা বলেন, ‘মেয়ের অন্নপ্রাশনে আসার জন্য দিদিকে বলেছি। উনি মেয়েকে আদর করেছেন, আশীর্বাদও করেছেন। আমি আজ খুব খুশি।’