TRENDING:

Mamata Banerjee mocks Public Works Department: 'হেলদোল দফতর!' রেগে গিয়ে কেন পূর্ত দফতরের নতুন নাম দিলেন মমতা?

Last Updated:

শুধু পূর্ত দফতর নয়, এ দিন পুরসভাগুলির কাজ নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মধ্যমগ্রাম: প্রশাসনিক বৈঠকে পূর্ত দফতরের কাজ নিয়ে তীব্র কটাক্ষ করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ মুখ্যমন্ত্রীর কথায়, পুূর্ত দফতরের (Mamata Banerjee mocks PWD) নাম হওয়া উচিত হেলদোল দফতর৷ কারণ তারা সব কাজই ধীর গতিতে করে বলে ক্ষোভ প্রকাশ করেন মমতা৷ এ দিন উত্তর চব্বিশ পরগণার মধ্যমগ্রামে জেলার প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী৷ সেখানেই এই মন্তব্য করেন তিনি৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement

শুধু পূর্ত দফতর নয়, এ দিন পুরসভাগুলির কাজ নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর অভিযোগ, পুরসভাগুলি ঠিক মতো মানুষকে পরিষেবা দিচ্ছে না৷ প্রতিটি পুরসভায় একজন করে পর্যবেক্ষক নিয়োগেরও নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

আরও পড়ুন: বিধানসভায় শোরগোল ফেললেন দিলীপ ঘোষ! সব নজর ঘুরে গেল ফিরহাদ-মলয়ের ঘরের দিকে

advertisement

প্রথা মতোই এ দিন উত্তর চব্বিশ পরগণার বিভিন্ন প্রকল্পের বিষয়ে খোঁজ খবর নিচ্ছিলেন মুখ্যমন্ত্রী৷ তখনই চাকলা এবং কচুয়ায় লোকনাথ মন্দিরের কাজ নিয়ে খোঁজ খবর নেন তিনি৷ তখনই তাঁকে জানানো হয়, কাজ এগোচ্ছে ধীর গতিতে৷ এতেই ক্ষুব্ধ হন মমতা বন্দ্যোপাধ্যায়৷

তিনি পাল্টা প্রশ্ন করেন, 'অল্প অল্প করে কেন করছে? টাকা তো দিয়ে দেওয়া হয়েছে৷ কাজটা পর্যটন দফতর করছে কি?' মুখ্যমন্ত্রীকে জানানো হয়, কাজ করছে পূর্ত দফতর৷ তা শুনেই কটাক্ষের সুরে মুখ্যমন্ত্রী বলেন, 'পূর্ত দফতর তো ওরকমই হেলেদুলে চলে৷ ওদের নাম দেওয়া হয়েছে হেলদোল দফতর৷ টাকা দিয়ে দিয়েছি কাজ হবে না কেন?'

advertisement

আরও পড়ুন: বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, ১ জানুয়ারি রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য বিশেষ দিন!

শুধু পূর্ত দফতর নয়, এ দিন পুরসভাগুলির কাজ নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর অভিযোগ, পুরসভার দায়িত্বে থাকা প্রশাসক বা চেয়ারম্যানরা নিজেদের এলাকায় যাচ্ছেন না৷ পুর প্রকল্পগুলিও ঠিক মতো এগোচ্ছে না৷ সমস্যা সমাধানে অবিলম্বে প্রতিটি পুরসভায় একজন করে পর্যবেক্ষক নিয়োগের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ যে পুরসভাগুলি ভাল কাজ করবে, তাদের পুরস্কৃত করার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পাশাপাশি ২০২৪ সালের মধ্যে প্রত্যেকটি বাড়িতে যাতে পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়া হয়, এ দিন প্রশাসনিক বৈঠকে সেই নির্দেশও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee mocks Public Works Department: 'হেলদোল দফতর!' রেগে গিয়ে কেন পূর্ত দফতরের নতুন নাম দিলেন মমতা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল