TRENDING:

Mamata Banerjee Suvendu Adhikari: মুড়িগঙ্গার উপরে গঙ্গাসাগর সেতুর শিলান্যাস মমতার, খরচ ১৭০০ কোটি! ভোটের আগে ধাপ্পা, দাবি শুভেন্দুর

Last Updated:

মুখ্যমন্ত্রীর এই শিলান্যাস নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷

advertisement
দীর্ঘ প্রতীক্ষার পর সোমবার মুড়িগঙ্গার উপরে গঙ্গাসাগর সেতুর শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রায় ১৭০০ কোটি টাকা ব্যয়ে এই সেতু তৈরি করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ যদিও বহু প্রতীক্ষিত এই সেতুর শিলান্যাস নিয়েই প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ তাঁর অভিযোগ, নির্বাচনের আগে এই শিলান্যাসকে পুরোপুরি ধাপ্পা বলে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা৷
গঙ্গাসাগর সেতুর শিলান্যাস মমতার, পাল্টা দাবি শুভেন্দুর৷
গঙ্গাসাগর সেতুর শিলান্যাস মমতার, পাল্টা দাবি শুভেন্দুর৷
advertisement

এ দিন গঙ্গাসাগরে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা মুখে বলি না কাজে করি৷ এখানকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল৷ গঙ্গাসাগর সেতুর শিলান্যাস করে আজকে কাজের দায়িত্ব দিয়ে দেওয়া হল এল অ্যান্ড টি-কে৷ ১৭০০ কোটি টাকা ব্যয়ে এই সেতু তৈরি করা হবে৷ আগামী দু তিন বছরের মধ্যেই এই সেতু তৈরি হয়ে যাবে৷ আমরা অনেক বার কেন্দ্রের কাছে অনুরোধ করেছি যাতে গঙ্গাসাগরে একটা সেতু তৈরি করে দেওয়া যায়৷ কেন্দ্র যখন দেয়নি তখন ভিক্ষে চাওয়ার লোক আমরা নই৷’

advertisement

যদিও মুখ্যমন্ত্রীর এই শিলান্যাস নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ তাঁর দাবি, রাজ্য সরকার এই সেতু নির্মাণের জন্য কেন্দ্রীয় সরকারের থেকে কোনও অনুমতিই নেয়নি৷ বিরোধী দলনেতার অভিযোগ, মুড়িগঙ্গা উপর দিয়ে যে জায়গায় এই সেতু নির্মাণ করা হবে সেটি জাতীয় জলপথের অধীনে পড়ে৷ তা সত্ত্বেও কেন্দ্রের থেকে সেতু নির্মাণের জন্য কোনও অনুমতি অথবা যোগাযোগই করেনি রাজ্য৷

advertisement

শুভেন্দু অধিকারী বলেন, ‘আমি কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের সঙ্গে কথা বলেছি৷ জাতীয় জলপথের উপরে রাজ্য সরকার এই সেতু নির্মাণ করার জন্য কোনও এনওসি চায়নি৷ সেতুর অ্যাপ্রোচ রোডের জন্য কোনও জমি অধিগ্রহণ হয়নি৷ ভূমি পরীক্ষা হয়নি৷ টেন্ডারের বিজ্ঞপ্তি কোনও সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়নি৷ দেউচা পাচামিতে এক লক্ষ লোকের চাকরি, তাজপুরের সমুদ্র বন্দরের মতো ভোটের আগে এটাও একটা ধাপ্পা৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অভাবে বন্ধ হয়েছিল নিজের পড়াশোনা, এখন কয়েক হাজার পড়ুয়ার ভাগ্য গড়ছেন এই শিক্ষক!
আরও দেখুন

যদিও শুভেন্দুর এই অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ৷ তাঁর জবাব, ‘মমতা বন্দ্যোপাধ্যায় যে ঐতিহাসিক সূচনা করেছেন, বিজেপি বাংলা বিরোধী, জনবিরোধী দৃষ্টিভঙ্গিতে সহ্য করতে পারছে না৷ তাই এর অনুমতি নেই, ওর অনুমতি নেই এসব বলছে৷’

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee Suvendu Adhikari: মুড়িগঙ্গার উপরে গঙ্গাসাগর সেতুর শিলান্যাস মমতার, খরচ ১৭০০ কোটি! ভোটের আগে ধাপ্পা, দাবি শুভেন্দুর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল