তিনি বলেন, “বগটুইতে যে ঘটনা ঘটেছিল, একজনকে তো খুন করে দিয়েছে। যে টাকাগুলো ওরা পেয়েছিল সেই টাকাগুলো কি দিয়েছে? এজেন্সিগুলো আপনারা সম্পত্তি গুলো নিয়েছেন। কিন্তু টাকা গুলো কি ফেরত দিয়েছেন? চিটফান্ডকে নিয়ে এসেছিল? সিপিআইএম। আর সব কিছুতেই তৃণমূল, গরুতেও তৃণমূল, সব কিছুতেই তৃণমূল বলা হয়।
advertisement
মমতা বলেন, “তৃণমূলকে ভয় পায় বলে সবাইকে তৃণমূল হিসেবে সাজিয়ে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। সব কিছু লক্ষ্য রাখুন। সবাই কে চোর বললে সবাই কিন্তু চোর নয়। এখন তো লোডশেডিং হয় না। বিজেপি কিন্তু ওদের সোশ্যাল নেটওয়ার্ক এর মাধ্যমে উল্টোপাল্টা ভিডিও ছড়ায়। আপনারা এর পাল্টা ভিডিও করে বলুন এটা মিথ্যে। অভিযোগ জানান।”
আরও পড়ুন, ‘এটাই ন্যায়বিচার!’ দেড় বছর পর হাসলেন বিলকিস, আনন্দে জড়িয়ে ধরলেন সন্তানদের
আরও পড়ুন, ‘পার্থ-ই দুর্নীতির মাথা’, SSC নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত শেষে চার্জশিট জমা সিবিআই-এর
মুখ্যমন্ত্রী আরও বলেন, “১০০ দিনের কাজ ওরা বন্ধ করে দিলেও আমরা কিন্তু করছি। ৫ লক্ষ জব কার্ড হোল্ডাররা কাজ পাবে এই রাস্তা তৈরির জন্য। কেন্দ্র বন্ধ দিলেও আমরা আমদের টাকা থেকে ৪০ শতাংশ বেশি করেছি। ভাঙর সাব ডিভিশন নতুন করে করা হইছে।”