TRENDING:

বিখ্যাত হয়ে গেল মাগুরার বুদ্ধদেবের চপের দোকান

Last Updated:

সেলফি তোলার হিড়িক। বাড়ল চপের বিক্রি। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, ঝাড়গ্রাম: বিখ্যাত হয়ে গেলেন মাগুরার বুদ্ধদেব ৷ চপের দোকানের মালিকের সঙ্গে সেলফি তোলার হিড়িক এখন বিনপুরের মাগুরায়। প্রসঙ্গত গতকাল, মঙ্গলবারই বেলপাহাড়ি থেকে ঝাড়গ্রাম আসার পথে মাগুরায় বুদ্ধদেব মোহান্তর চপের দোকানে দাঁড়িয়ে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গেই চপ তৈরি করেন। বাচ্চাদের লজেন্স খাওয়ান। কথা বলেন গ্রামবাসীদের সঙ্গে। আর তার জেরেই গোটা এলাকায় শুধু নয়, আশপাশের এলাকার মানুষও ছুটে আসছেন বুদ্ধদেবের দোকানে।
বিখ্যাত হয়ে গেল মাগুরার বুদ্ধদেবের চপের দোকান
বিখ্যাত হয়ে গেল মাগুরার বুদ্ধদেবের চপের দোকান
advertisement

মুখ্যমন্ত্রীর এভাবে দোকানে চলে আসা কার্যত অবাক করেছে তাঁকে। এদিন সকাল থেকেই তাই চপ-চায়ের বিক্রি বেড়েছে মাগুরার বুদ্ধর দোকানে। বুদ্ধদেব মোহান্ত জানাচ্ছিলেন, ‘‘আগে প্রতিদিন ২০০ করে বিক্রি হত। কাল সন্ধ্যা থেকে সেই সংখ্যা বেড়ে গেছে৷ বহু মানুষ এসে আমার সাথে কথা বলছেন। মুখ্যমন্ত্রী কী কী বললেন আমাকে তা শুনতে চাইছে।’’ ফলে এই কথা-বার্তায় খানিকটা লজ্জিত হয়ে পড়েছেন তিনি ৷ তবে বুদ্ধদেব জানাচ্ছেন, ‘‘অনেক বড় বড় নেতা, অফিসার এই রাস্তা দিয়ে যাতায়াত করেন৷ কিন্ত এভাবে আমার দোকানে স্বয়ং মুখ্যমন্ত্রী চলে আসবেন এমনটা ভাবতে পারিনি আমি।’’ এর পরেই উনুনের সামনে গিয়ে ঝাঝরি হাতা নিয়ে চপ ভাজতে শুরু করেন মুখ্যমন্ত্রী ৷

advertisement

অবাক চোখে তখন সেই দৃশ্য ক্যামেরা বন্দি করতে ব্যস্ত সবাই ৷ মুখ্যমন্ত্রীকে গরম তেলের সামনে দাঁড়িয়ে চপ ভাজতে দেখে কিছু পরামর্শ দেন বুদ্ধদেব ৷ মুখ্যমন্ত্রীকে তখন বলতে শোনা যায়, ‘‘ওরে আমি জানি, বাড়িতে রান্না করি তো ৷’’ চপ ভাজার পর সঙ্গে থাকা সাংবাদিক, নিরাপত্তা রক্ষী, সরকারি আধিকারিক এবং স্থানীয় বাসিন্দাদের হাতেও তুলে দেন মুখ্যমন্ত্রী ৷ দোকানের বয়াম থেকে ক্যাডবেরি নিয়ে দেন স্থানীয় শিশুদের ৷

advertisement

আরও পড়ুন- 'সব প্রাপ্য টাকা নিয়ে রাখছে', ফের কেন্দ্রকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

ঝাড়গ্রামে সভা সেরে বেলপাহাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ সেখানে গিয়ে স্থানীয় আদিবাসী বাসিন্দাদের ঘরে ঢুকে পড়েন মমতা ৷ সেখানে বাড়ি, পানীয় জলের সংযোগ নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানান স্থানীয়রা ৷  সেখান থেকে ফেরার পথেই বিনপুরের এই চপের দোকানে ঢুকে পড়েন মুখ্যমন্ত্রী ৷ দোকানে ভিড় করা স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে তিনি বলেন, ‘‘জানি আপনাদের কিছু কিছু সমস্যা আছে ৷ দুয়ারে সরকারের ক্যাম্পে যাবেন৷ শীতকালে বিকেল বেলায় আপনারা ফুরফুরে মেজাজে দোকানে বসে গল্প করছেন, এটাই তো আমাদের বাংলার সংস্কৃতি ৷ আপনারা ভাল থাকবেন ৷’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

দোকান থেকে বেরনোর আগে দোকান মালিক বুদ্ধদেবের হাতে চপ এবং ক্যাডবেরির দাম বাবদ টাকা দেন মুখ্যমন্ত্রী ৷ বুদ্ধদেবকে তিনি আরও বলেন, ‘‘তোমাকে তো চপ খাওয়াতে পারলাম না, তুমি মিষ্টি খেও ৷ ’’

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বিখ্যাত হয়ে গেল মাগুরার বুদ্ধদেবের চপের দোকান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল