TRENDING:

Mamata Banerjee: 'টোটো চালক-চিকিৎসককেও ডাকছে, তারপর...', দুর্গাপুরে গর্জে উঠলেন মমতা! নিশানায় কে?

Last Updated:

Mamata Banerjee: এদিন দুর্গাপুরের প্রশাসনিক সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ''এখানে সিবিআই-এর কেস চলছে তোমরা জানো। বীরভূমের টোটো চালককেও ডেকেছে। ডক্টর অভিজিৎ চৌধুরী চিকিৎসককে ডাকা হয়েছে। সবাইকে ডেকে হেনস্থা করা হচ্ছে।''

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দুর্গাপুর: বুধবার দুর্গাপুরে প্রশাসনিক বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই বৈঠক থেকেই তিনি যেমন বিজেপিকে আক্রমণ শানালেন, তেমনই তাঁর নেতৃত্বাধীন সরকার কী কী জনমুখী প্রকল্প চালাচ্ছে, তা নিয়েও ফের সুর চড়ান তিনি। বিরোধীদের জন্য সিবিআই-এর মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কাজে লাগানো হচ্ছে বলে বারবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনও তার অন্যথা হয়নি।
advertisement

এদিন দুর্গাপুরের প্রশাসনিক সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ''এখানে সিবিআই-এর কেস চলছে তোমরা জানো। বীরভূমের টোটো চালককেও ডেকেছে। ডক্টর অভিজিৎ চৌধুরী চিকিৎসককে ডাকা হয়েছে। সবাইকে ডেকে হেনস্থা করা হচ্ছে। ৬ মাস ধরে ১০০ দিনের টাকা পাচ্ছে না। রাজস্থানের বাড়ি হতে পারে, গুজরাতের বাড়ি হতে পারে। সব ভাষাতেই আমরা কথা বলি। যে বাংলার বাড়ি গুলো লিস্ট করে রেখেছেন। নতুন করে কোনো লিস্ট করবেন না। কেন্দ্র এখনও নতুন করে টার্গেট দেয়নি।''

advertisement

আরও পড়ুন: সংস্কার চলছিল রবীন্দ্রভবনের, হঠাৎ বন্ধ কাজ, নেপথ্যে এক প্রাণী!

মমতা বন্দ্যোপাধ্যায়ের সংযোজন, ''যে বাড়ি গুলো ছিল সেগুলো মুছে দিয়েছে। আমি নিজে একবার দিল্লি যাবো। গিয়ে কথা বলব। কোন অপরাধে দোষী করা হল? যতদিন না টাকা দিচ্ছে, আমি সবাইকে অনুরোধ করব, বিভিন্ন দফতরের যে কাজ গুলো আছে, জব কার্ড হোল্ডার যারা আছে, তাদের দিয়ে আমরা কাজ গুলো করাব।''

advertisement

আরও পড়ুন: জিটিএ-তে খাতা খুলল তৃণমূল, মহকুমা পরিষদেও সবুজ ঝড়! পাহাড়ে দাপট অনীতের দলের

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

আজকের প্রশাসনিক বৈঠকে প্রতিটি জেলার জেলাশাসকরাও ভার্চুয়ালি উপস্থিত রয়েছেন। বেশকিছু প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। সেই বৈঠকেই বাকি জেলাগুলোর সভাধিপতি সভাপতি ও বিডিওদের ভার্চুয়ালি উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee: 'টোটো চালক-চিকিৎসককেও ডাকছে, তারপর...', দুর্গাপুরে গর্জে উঠলেন মমতা! নিশানায় কে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল