সারদা থেকে নারদ স্টিং কিংবা সিন্ডিকেট ব্যবসা, দুর্নীতির ইস্যুতে বিরোধীরা ক্রমশ আক্রমণ করে চলেছে তৃণমূলকে। এর জবাব দিতে নির্বাচনী খরচের হিসেব নিয়ে সিপিএম ও কংগ্রেসকে আগেই তোপ দেগেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দুর্নীতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ ছুড়লেন তিনি। তৃণমূলনেত্রীর দাবি, তাঁর সরকারের বিরুদ্ধে কোনও দুর্নীতির অভিযোগ নেই। এদিনও বাম-কংগ্রেস জোটকে আক্রমণ করে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘কমরেড এখন কংরেড হয়ে গেছে ৷’
advertisement
এদিন ফের নির্বাচন কমিশনকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন কমিশনকে তোতাপাখি বলে কটাক্ষ করেন তৃণমূলনেত্রী। তাঁর প্রশ্ন, ‘৩৪ বছর কোথায় ছিলেন? ২০০৪-এ আমাকে ওরা একা করে দিয়েছিল ৷ রিগিং করে করে আমাকে একা করে দিয়েছিল ৷ তখন তো দিল্লির লোক চোখে দেখেও দেখেনি ৷ আজ রিগিং নেই কিছু নেই ৷ তাও একে ডেকে পাঠাচ্ছে, ওকে ডেকে পাঠাচ্ছে ৷ যা খুশি তাই করছে ৷’
বুধবারের সভায় বাম ও কংগ্রেস সমর্থকদের প্রতি কৌশলী আহ্বান রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁদের সমর্থন পাওয়ার চেষ্টায় বললেন, ‘আমরা বদল চেয়েছি, বদলা চাইনি ৷ যদি চাইতাম তাহলে সিপিএমের কেউ বাইরে থাকত না ৷’
নির্বাচনের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম দফা নবান্ন দখলের লড়াইয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেরিতে হলেও দুর্নীতির পাল্টা প্রচারে বিরোধীদের অস্ত্র কাড়তে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়।