এর পাশাপাশি, কৃষক উন্নয়ন নিয়েও আরও একবার কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি । কৃষিবিমার মাত্র ২০% দেয় কেন্দ্র ও বাকি ৮০% দেয় রাজ্য সরকার, অথচ কৃষিবিমার যাবতীয় স্বীকৃতি নিচ্ছে কেন্দ্রীয় সরকার, তোপ মমতার । এবার থেকে শস্যবিমার পুরো টাকাই রাজ্য সরকার দেবে ও মানুষের উপর বাড়তি করের বোঝা নেয় না রাজ্য সরকার, জানিয়েছেন মমতা । এছাড়াও, সামাজিক সুরক্ষা যোজনা চালু করা হবে। চালু হবে কৃষকদের জন্য আরও কয়েকটি প্রকল্প, ঘোষণা মমতার ।
advertisement
জেলায় জেলায় ফড়ে দৌরাত্ম্য আটকাতে কৃষকদের,সরকারকে ধান বিক্রি করার বার্তা দিয়েছেন মমতা । এছাড়াও, এদিনের সভায় বীরভূমকে নির্মল জেলা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ।
বাংলার শিল্প নিয়েও কথা বলেছেন মুখ্যমন্ত্রী । বাংলায় প্রায় ২ লক্ষ লোকপ্রসার শিল্পী রয়েছেন ও বাংলার শিল্পীরা বিশ্বজুড়েই সমাদৃত। তার সঙ্গে খেলোয়াড় কোটায় প্রায় সাড়ে ৪ হাজার চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মমতা ।