TRENDING:

Mamata Banerjee | Abhishek Banerjee: মালদহের যৌথ সভার পরে আজ মুর্শিদাবাদেও মমতা-অভিষেক, নজরে অবশ্যই সাগরদিঘি

Last Updated:

২ মার্চ সাগরদিঘির ফল প্রকাশের পরে হারের কারণ পর্যালোচনা করতে ৫ সংখ্যালঘু মন্ত্রীকে দায়িত্ব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সেই দলে ছিলেন সিদ্দিকুল্লা চৌধুরী, সাবিনা ইয়াসমিন, গোলাম রব্বানি, জাভেদ খানেরা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: মালদহে যৌথ মঞ্চে সভা করেছেন দুজনে৷ এবার একই দিনে একই জেলায় সারবেন কর্মসূচিও৷ কিন্তু পৃথক ভাবে৷ শুক্রবার মুর্শিদাবাদে ভিন্ন ভিন্ন কর্মসূচি সারবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায়। একদিকে, যেমন গঙ্গা ভাঙনে বিধ্বস্তদের সঙ্গে দেখা করতে যাবেন মমতা, তেমনই, অন্যদিকে, শুক্রবার থেকে শুরু করে আগামী চার দিন মুর্শিদাবাদ জেলা চষে বেড়াবেন অভিষেক। শুক্রবার থেকেই এই জেলায় শুরু হবে তৃণমূলে নব জোয়ার কর্মসূচি।
advertisement

গত লোকসভা নির্বাচনে এই জেলার তিন আসনের দুটি গিয়েছিল তৃণমূলের দখলে৷ বিধানসভা ভোটেও তৃণমূল কংগ্রেস এখানে ভাল ফল করেছে৷ কিন্তু সাগরদিঘি উপনির্বাচনে হারের পরেই বেজায় অস্বস্তিতে পড়েছে শাসকদল৷ বিশেষ করে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ যখন বলছেন, এখানে জোটশক্তি মাথা তুলে দাঁড়াচ্ছে। এই অবস্থায় শুক্রবার থেকে বুথ স্তরের সংগঠনের হাল হকিকত দেখতে ময়দানে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

advertisement

আরও পড়ুন: পণ্যবাহী পরিবহণের নিয়মে বিরাট বদল! ন্যাশনাল পারমিট নিয়ে এখন আরও কড়া রাজ্য পরিবহণ দফতর

প্রসঙ্গত, সাগরদিঘি উপনির্বাচনের হারে গোষ্ঠীদ্বন্দ্বকেই দুষেছে মুখ্যমন্ত্রীর তৈরি কমিটি। সাগরদিঘির নির্বাচনে হারের কারণ খুঁজতে ৫ সদস্যের কমিটি গড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, কমিটি অনুসন্ধান করে দেখেছে হারের কারণ একাধিক।

তবে, মূলত স্থানীয় তৃণমূল নেতৃত্বের মধ্যে সমন্বয়ের অভাব এবং রাজ্য সরকারের প্রকল্পের সঠিক প্রচার ও সুবিধা থেকে বঞ্চিত হওয়ার কারণে স্থানীয় মানুষ শাসকদলের বিরুদ্ধে রায় দিয়েছে বলে মনে করেছে কমিটি। যদিও, কমিটির এই রিপোর্টকে ‘মনগড়া রিপোর্ট’ বলে মনে করছেন বিক্ষুব্ধ জেলা নেতৃত্বের একাংশ।

advertisement

আরও পড়ুন: একের পর এক ধসে পড়ছে বাড়ি! কী অবস্থা সমশেরগঞ্জের? পরিদর্শনে মমতা বন্দ্যোপাধ্যায়

২ মার্চ সাগরদিঘির ফল প্রকাশের পরে হারের কারণ পর্যালোচনা করতে ৫ সংখ্যালঘু মন্ত্রীকে দায়িত্ব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সেই দলে ছিলেন সিদ্দিকুল্লা চৌধুরী, সাবিনা ইয়াসমিন, গোলাম রব্বানি, জাভেদ খানেরা৷

সেরা ভিডিও

আরও দেখুন
লক্ষ্মী পুজোয় লক্ষ্মীলাভ কি তবে অধরা! বড় আর্থিক ধাক্কার আশঙ্কা
আরও দেখুন

এই কমিটি কয়েক দফায় বৈঠকের পর সাগরদিঘির হারের কারণ নিয়ে তাঁদের রিপোর্ট চূড়ান্ত করেছে। সেই রিপোর্ট নিয়েও বেজায় ক্ষুব্ধ তৃণমূল নেত্রী। এদিন বৈঠকে হারের কারণ বিশ্লেষণের পাশাপাশি দলকে আরও সংগঠিত করার বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee | Abhishek Banerjee: মালদহের যৌথ সভার পরে আজ মুর্শিদাবাদেও মমতা-অভিষেক, নজরে অবশ্যই সাগরদিঘি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল