TRENDING:

Mamata Banerjee: '৬০ বছর হলেই যোগ্যদের বিদায় দিই না', প্রশাসনেও 'অভিজ্ঞতার' পক্ষে সওয়াল মমতার

Last Updated:

এইচ কে দ্বিবেদী কয়েকদিন আগেই মুখ্যসচিব পদ থেকে অবসর নিয়েছেন৷ বর্তমানে তিনি আর্থিক বিষয়ে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা পদে কাজ করছেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গঙ্গাসাগর: তৃণমূলে নবীন-প্রবীণ দ্বন্দ্ব নিয়ে গতকালই মুখ খুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ দাবি করেছিলেন, তৃণমূল ঐক্যবদ্ধই রয়েছে৷ তার চব্বিশ ঘণ্টার মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, প্রশাসনিক ক্ষেত্রে তিনি অভিজ্ঞতাকে কাজে লাগানোর পক্ষে৷ কারও ষাট বছর বয়স হয়ে গেলেই যে তিনি ব্রাত্য নন, তাও মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement

এ দিন গঙ্গাসাগরে রাজ্যের প্রাক্তন দুই আইএএস অফিসার এইচ কে দ্বিবেদী এবং আলাপন বন্দ্যোপাধ্যায়কে অবসরের পরেও রাজ্য সরকারের হয়ে কাজ করার প্রসঙ্গে কথা বলতে গিয়ে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রী বলেন, যাঁরা যোগ্য লোক তাঁদের আমরা ৬০ বছর হলেই বিদায় দিই না৷ অভিজ্ঞতাকে কাজে লাগাই৷ দ্বিবেদী চিফ সেক্রেটারি ছিল৷ আলাপনও মুখ্যসচিব পদে ছিল৷ এখন গোপালিকা রয়েছে৷ তিনজনকেই আমরা এক জায়গায় আনতে পেরেছি৷ এটা কিন্তু রাজ্য সরকারের একটা বড় কাজ৷

advertisement

আরও পড়ুন: ‘কুম্ভমেলায়’ কেন্দ্র সাহায্য দেয়, আর ‘গঙ্গাসাগরে’…? নামখানায় গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী

এইচ কে দ্বিবেদী কয়েকদিন আগেই মুখ্যসচিব পদ থেকে অবসর নিয়েছেন৷ বর্তমানে তিনি আর্থিক বিষয়ে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা পদে কাজ করছেন৷ আবার মুখ্যসচিব পদে তাঁর পূর্বসূরি আলাপন বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর দফতরের উপদেষ্টা পদে রয়েছেন৷

মুখ্যমন্ত্রী এ দিন এই মন্তব্য সম্পূর্ণ প্রশাসনিক ক্ষেত্রকে নিয়ে করেছেন৷ আর গতকাল ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় অনুষ্ঠানে বলেন, ‘আমি বলেছি বয়স হলে কর্মক্ষমতা কমে৷ এটা সত্যি কথা৷ এটা আপনাকে মানতে হবে৷ আজকে আমার ৩৬-৩৭ বছর বয়স, কুড়ি-তিরিশ বছর পর তো আমার কর্মক্ষমতা আরও কমবে৷ এটা তো ধ্রুব সত্য৷ এটাই আমি বলতে চেয়েছি৷ প্রত্যেকটা ক্ষেত্রে এটা প্রযোজ্য৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভাইফোঁটায় আপনিও বানাতে পারেন বহু প্রাচীন 'মন্থল' মিষ্টি, রইল রেসিপি
আরও দেখুন

গত ২৮ ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের বৈঠকে গিয়ে বলেছিলেন, সিনিয়র নেতাদের যোগ্য মর্যাদা দিতে হবে৷ মনে রাখতে হবে, পুরনো চাল ভাতে বাড়ে৷

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee: '৬০ বছর হলেই যোগ্যদের বিদায় দিই না', প্রশাসনেও 'অভিজ্ঞতার' পক্ষে সওয়াল মমতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল