TRENDING:

‘২০১৭ থেকে খেলার মাধ্যমে চাকরি দেবে রাজ্য সরকার’, জঙ্গলমহল উৎসবের সূচনায় মুখ্যমন্ত্রী মমতা

Last Updated:

হলদিয়ার পর জঙ্গলমহল ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে মঙ্গলবার সূচনা হল জঙ্গলমহল উৎসবের ৷ সঙ্গে তিনি উদ্বোধন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মেদিনীপুর: হলদিয়ার পর জঙ্গলমহল ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে মঙ্গলবার সূচনা হল জঙ্গলমহল উৎসবের ৷ সঙ্গে তিনি উদ্বোধন করলেন, গোপিবল্লভপুর ও আনন্দপুর থানার নতুন দুটি ভবন ৷ জঙ্গলমহল উৎসবের মঞ্চ থেকে তিনি জানিয়ে দিলেন, ‘২০১৭ সালে খেলার মাধ্যমে জঙ্গলমহলে চাকরি দেওয়া হবে ৷ জঙ্গলমহল কাপে চ্যাম্পিয়নদের চাকরি দেবে রাজ্যসরকার ৷’
advertisement

এক ঝলকে দেখে নিন জঙ্গলমহলের উৎসবের মঞ্চে কী কী বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়---

সুপ্রিম কোর্টের ‘ধর্মে’ সায় দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন,

‘ধর্ম মানে রাজনীতি নয়’

‘ধর্ম মানে মানবতা, সাম্প্রদায়িকতা নয়’

‘ধর্ম মানে ভোট লুঠ নয়’

‘ধর্ম মানে সঙ্কীর্ণতা নয়’

‘ধর্ম মানে দাঙ্গা নয়’

‘ধর্ম মানে একে অপরের পাশে দাঁড়ানো’

advertisement

‘ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভারত গড়তে হবে’

‘সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে’

‘তাকে আমি সম্মান জানাচ্ছি’

‘বিশ্ব মানবতার আর এক নাম’

‘সবাইকে নিয়ে চলা, মানুষকে ভালবাসা’

‘বাংলা দাঙ্গা ভালবাসে না’

‘বাংলায় দাঙ্গা করা হলে’

‘কঠোর হাতে তা মোকাবিলা করবে সরকার’

জঙ্গল মহলের যুবক-যুবতীদের চাকরির ব্যাপারে বলতে গিয়ে, মুখ্যমন্ত্রী মমতা জানালেন,

‘২০১৭ থেকে খেলার মাধ্যম চাকরি জঙ্গলমহলে’

advertisement

‘জঙ্গলমহল কাপে চ্যাম্পিয়নদের জন্য চাকরি’

‘যারা চ্যাম্পিয়ন হবে তাদের সরকারি চাকরি’

‘চাকরি দেবে রাজ্য সরকার’

‘আগেও জঙ্গলমহলের যুবকদের পুলিশে চাকরি’

‘পুলিশে চাকরি দেওয়া হয়েছে’

জঙ্গলমহলের মঞ্চ থেকেই মঙ্গলবার মুখ্যমন্ত্রী বললেন,

‘পয়লা বৈশাখের মধ্যে রাজ্যে নতুন ৩ জেলা’

‘ঝাড়গ্রাম, কালিম্পিং ও আসানসোল’

‘হাইকোটের অনুমোদন পাওয়া গেছে’

‘পুরুলিয়ায় ২টি নতুন মহকুমা’

‘মিরিক নতুন মহকুমা হচ্ছে’

advertisement

উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

নোট বাতিল প্রসঙ্গ টেনে এনে মোদিকে কটাক্ষ করতেও ছাড়লেন না মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বললেন,

‘প্রধানমন্ত্রীর খামখেয়ালিতে ১০ কোটি মানুষ বেকার’

‘পেনশনপ্রাপকরা পেনশন পাচ্ছেন না’

‘৯০ শতাংশ এলাকায় ব্যাঙ্কই নেই’

‘আমরা তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিই’

‘কিন্তু ব্যাঙ্ক কোথায় যে মানুষ টাকা পাবে?’

‘আমেরিকার মতো উন্নত দেশেও ৪০ % নগদ লেনদেন’

advertisement

‘আর ভারতে বলছে নগদ টাকা বন্ধ হবে’

‘দেশটাকে বিক্রি করে দিচ্ছে মোদিবাবুরা’

‘আমাদের ভয় দেখাচ্ছেন’

‘পারলে আমাকে গ্রেফতার করুন’

‘আমেরিকা পেটিএমকে নিষিদ্ধ করেছে’

‘বলছে ক্যুরিয়রে টাকা পাঠাতে’

‘আর মোদিবাবুরা বলছেন পেটিএম কর’

‘ট্রাম্প বারণ করছে, আর মোদি উল্টো বলছে’

‘কেন কি মধু আছে পেটিএমে?’

বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

‘আর নয় নোট বন্দি’

‘জনগণের আদালতে হতে হবে বন্দি’

‘দেশে আর্থিক জরুরি অবস্থা চলছে’

‘পরিকল্পনাহীন অর্থনৈতিক সন্ত্রাস চলছে’

মোদিকে ‘হল্লারাজা’, নাম না করে কটাক্ষ

মোদিকে কটাক্ষ মমতা বন্দ্যেপাধ্যায়ের

‘এখন বিদেশি নোট আসছে ভারতবর্ষে’

‘বিদেশি নোট, বিদেশি টাকা’

‘দেশটাকে করবে ফাঁকা’

‘হল্লারাজ চলছে দেশে’

‘হল্লারাজ চলতে দেব না’

‘দেশে সর্বনাশের সরকার চলছে’

‘মানবিকতার জয় হবেই’

‘বাংলার মাটি আমাদের এই শক্তি দিয়েছে’

‘এটা আমাদের চ্যালেঞ্জ’

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
‘২০১৭ থেকে খেলার মাধ্যমে চাকরি দেবে রাজ্য সরকার’, জঙ্গলমহল উৎসবের সূচনায় মুখ্যমন্ত্রী মমতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল