TRENDING:

Nabanna Abhijan By A Malda Residence: নবান্ন অভিযানে একা! মালদহ থেকে আগত বিশেষ ভাবে সক্ষম যুবককে নিয়ে হঠাৎ তোলপাড়

Last Updated:

Nabanna Abhijan By A Malda Residence:চাকরির দাবিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে সুদূর মালদহ কৃষ্ণপুর থেকে নবান্নে উদ্দেশ্যে রওনা দিয়েছেন নিখিল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: বিশেষ ভাবে সক্ষম মালদহের উচ্চশিক্ষিত যুবকের একক নবান্ন অভিযান ঘিরে তোলপাড়৷ মালদহের নিখিল সরকার চাকরির দাবিতে ট্রেনে করে শিয়ালদহ সেখান থেকে হুইল চেয়ারে করে নবান্নের উদ্দেশ্যে রওনা দেন উচ্চশিক্ষিত নিখিল সরকার৷ তাঁকে হাওড়া ব্রিজেই আটকে দেয় হাওড়া পুলিশ৷ তাঁর দাবি, বাম আমল থেকে শুরু করে এখনও পর্যন্ত বার বার সরকারের দ্বারস্থ হয়েও মেলেনি চাকরি, অবশেষে নবান্নে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেও মেলেনি সাড়া | চাকরির দাবিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে সুদূর মালদহ কৃষ্ণপুর থেকে নবান্নে উদ্দেশ্যে রওনা দিয়েছেন নিখিল৷
নবান্ন অভিযানে যুবক
নবান্ন অভিযানে যুবক
advertisement

চিঠিতে তিনি লিখেছেন, ‘যথাবিহীত সম্মান পূর্বক নিবেদন এই যে, আমি নিখিল সরকার৷’ তার পর তাঁর অবস্থা বর্ণনা করতে গিয়ে তিনি লিখেছেন, ‘আমি শারীরিক প্রতিবন্ধী৷ সরকারি তিনচারাপ রিক্সা নিয়ে কোনওমতে চলাফেরা করি৷ আমি এবং আমার বিধবা দিদি আপনার দেওয়া রেশনের দ্রব্যাদি ও ভাতার টাকায় কোনওমতে বেঁচে আছি নামে মাত্র৷ আমি ভীষণ অসহায় এবং খুবই গরিব মানুষ৷ কোনও কাজ না পাওয়ায় আমি হতাশায় ভুগছি৷ … সংসারের যে খরচ, তা জোগাড় করা আমার মতো শারীরিক প্রতিবন্ধীর পক্ষে কোনও মতেই সম্ভব হচ্ছে না৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
উর্দি ছেড়ে গিটার হাতে আধিকারিক, দুই পুলিশ কর্তার গানের গলা অবাক করবে আপনাকেও!
আরও দেখুন

তিনি চিঠিতে লিখেছেন, গত ২০২১ সালের নভেম্বর মাসে তিনি একটি চিঠি পোস্ট করেছিলেন, দ্বিতীয় চিঠি পোস্ট করেছিলেন ২০২২ সালের মে মাসে৷ এই নিয়ে তাঁর তৃতীয় চিঠি৷ তিনি বাংলায় এমএ, ও বিএড৷ এসএসসি পাশ করেও তিনি ইন্টারভিউয়ে ডাক পাননি বলে জানিয়েছেন তিনি৷

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nabanna Abhijan By A Malda Residence: নবান্ন অভিযানে একা! মালদহ থেকে আগত বিশেষ ভাবে সক্ষম যুবককে নিয়ে হঠাৎ তোলপাড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল