অভিযোগ অবরোধে ছাড় পায়নি অ্যাম্বুলেন্সও। ফলে মেলেনি চিকিৎসার সুযোগ। শেষে চিকিৎসা না পেয়ে অ্যাম্বুলেন্সেই মৃত্যু হয় শিশুর । এরপর এলাকায় পৌঁছয় স্থানীয় পুলিশ । অবরোধকারীদের সরানোর চেষ্টা করে পুলিশ । কিন্তু ততক্ষণে সব শেষ ।আজ সকালে শিশুর মৃতদেহ নিয়ে এলাকায় ফেরেন পরিজনরা । এরপরে শোকে ভেঙে পড়ে গোটা জোতঅনন্তপুর গ্রাম ।
advertisement
আরও পড়ুন: 'তৃণমূলে ফিরবেন শুভেন্দু অধিকারী'! এবার বিস্ফোরক অভিযোগে সরব 'আদি' BJP নেতা
এলাকায় ভিড় করেন প্রচুর মানুষ। অবরোধে আটকে না পড়লে শিশুকে কলকাতায় নিয়ে যাওয়া সম্ভব হত। চিকিৎসার সুযোগ মিলত । হয়তো বাঁচানো যেত তাঁকে বলছেন পরিজনরা । আত্মীয় আমিনুল শেখ বলেন, অবরোধে আটকে পড়ে অ্যাম্বুলেন্স। সে সময় নিজেকে অত্যন্ত অসহায় বলে মনে হচ্ছিল। বারবার অনুরোধ করেও কোনও ফল হয়নি। অবরোধে গাড়ি বের করতেই পারা যায় নি ।
আরও পড়ুন: 'বিরোধী দলনেতার পদ চলে যাচ্ছে', শুভেন্দুর 'দলবদল' সম্ভাবনা? বিস্ফোরক দাবি সৌমেনের!
শিশুর মর্মান্তিক মৃত্যুর খবর পেয়ে এলাকায় পৌঁছন স্থানীয় বাঙ্গীটোলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান তোহিদুল রহমান । অবরোধ না হলে হয়তো শিশুটি বেঁচে যেত, বলছেন পঞ্চায়েত প্রধান । দুঃখজনক ঘটনা। অবরোধকারীদের চরম শাস্তির দাবি করেছেন তিনি ।
মৃত শিশুর বাবা সাজলুম সেখ পেশায় রাজমিস্ত্রি। পরিবারের তিন ভাইবোনের মধ্যে ছোট সাকিবুল। আত্মীয়রা দাবি করেছেন, দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিক পুলিশ ।
