আরও পড়ুন: পশ্চিমী ঝঞ্ঝা-ঘূর্ণাবর্তের সাঁড়াশি আক্রমণ! কলকাতা-সহ দক্ষিণে ফের বৃষ্টি? আদৌ ফিরবে ঠান্ডা?
মঙ্গলবার থেকে সমাজমাধ্যমে ওই অধ্যাপিকা এবং এক ছাত্রের একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে। ভিডিয়োটিতে দেখা যায়, অধ্যাপিকার পরনে লাল বেনারসি। গলায় গোলাপ এবং রজনীগন্ধার মালা। তাঁর সিঁথিতে সিঁদুর রাঙিয়ে দিতে দেখা যায় এক কলেজ ছাত্রকে। ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়। ক্লাসরুমে কী ভাবে এই আচরণ করলেন অধ্যাপিকা, তা নিয়ে প্রশ্ন ওঠে। বিতর্কের আবহে ম্যাকাউটের হরিণঘাটা ক্যাম্পাসের ‘অ্যাপ্লায়েড সাইকোলজি’ বিভাগের প্রধান ওই অধ্যাপিকাকে ছুটিতে পাঠিয়ে দেন কলেজ কর্তৃপক্ষ। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান সূত্রে খবর মেলে, ওই অধ্যাপিকা মৌখিক ভাবে জানিয়েছিলেন, গোটা বিষয়টি একটি নাটকের অঙ্গ ছিল।
advertisement
আরও পড়ুন: বাড়ি থেকে ডেকে যুবক-যুবতীদের চাকরি দিচ্ছে রাজ্য! কোন জেলায় মিলছে এত বড় সুযোগ? জানুন
এই প্রসঙ্গে ওই অধ্যাপিকা জানান, গোটা বিষয়টিই ‘ফ্রেশার্সের’ একটি অঙ্গ ছিল। নাটকে একটি বিয়ের দৃশ্য ছিল সেখান থেকেই শুধু সিঁদুরদানের অংশটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হয়েছে।