মকর সংক্রান্তিতে গঙ্গা স্নানের বিশেষ গুরুত্ব রয়েছে। এর পিছনে রয়েছে কিংবদন্তি। মকর সংক্রান্তির দিনে গঙ্গা স্বর্গ থেকে পৃথিবীতে অবতরণ করেছিলেন এবং এই দিনে মহারাজা ভগীরথ তাঁর পূর্বপুরুষদের জন্য তর্পণ করেছিলেন। এরপর তাঁর পিছু পিছু হাঁটতে গিয়ে কপিল মুনির আশ্রমের পাশ দিয়ে গঙ্গা সাগরে মিশে যান। সেই থেকে মকর সংক্রান্তির দিনে গঙ্গা স্নান অত্যন্ত শুভ বলে মনে করা হত।
advertisement
আরও পড়ুন: ঢেঁকিতে চাল ভানতে কি কি করতে হয় জানেন? যতটা সহজ ভাবছেন তা কিন্তু নয়
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিন মকর সংক্রান্তি উপলক্ষে হুগলির বিভিন্ন গঙ্গার ঘাটগুলিতে স্নানের জন্য সকাল থেকেই ভিড় লক্ষ্য করা যায়। শুধুমাত্র গঙ্গাস্নান নয়, গঙ্গাস্নান করার পরে মন খুলে সবাই দান ধ্যান করেন। মকরের এই বিশেষ দিনে বলা হয় সূর্য দক্ষিণায়ণ থেকে উত্তরায়ণের পথে যায়। এই দিন সূর্য ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করেন। এই কারণে এই দিনটাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শুভদিনে তাই সমস্ত মানুষ এখন ব্যস্ত, গঙ্গাস্নান সেরে মন পবিত্র করতে।
রাহী হালদার





