মঙ্গলবার মুর্শিদাবাদের নওদা থানার শিবনগর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড। রান্নার উনুন থেকে ভয়াবহ অগ্নিকামণ্ডে ভস্মীভূত পর পর চারটি বাড়ি, ব্যাপক চাঞ্চল্য এলাকায়। অভিযোগ ওই এলাকার বাসিন্দা আতর আলীর বাড়িতে রান্নার উনুন থেকে পাটকাঠির গাদায় আগুন লেগে যায়। নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও তিনটি বাড়িতে। কালো ধোঁয়ায় ভরে যায় চারিদিক। দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে চিৎকার শুরু করে পরিবারের লোকজন। স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগায়। আগুনে ভস্মীভূত হয়ে যায় ৪টি বাড়ির সমস্ত আসবাবপত্র। মারা গিয়েছে গবাদি পশু। নগদ টাকা, ঘরে মজুত ফসল, সোনার গয়না আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে।
advertisement
আরও পড়ুন: শাসক-বিরোধী তরজা উধাও! পুরভোট যেন উৎসব! প্রার্থীরা আটকে সকলেই 'মৈত্রী'র বন্ধনে
ক্ষতিগ্রস্থদের নাম আতর আলী, জাফর আলী, আকবর সেখ ও নোরেস শেখ। ক্ষতিপূরনের আর্জি ক্ষতিগ্রস্থদের। ক্ষতিগ্রস্থ আতর আলী বলেন, 'আমি বাড়িতে ছিলাম না। কীভাবে আগুন ধরে গেল বোঝাই যায়নি। পর পর আরও তিনটে বাড়িতে নিমেষের মধ্যে আগুন লেগে যায়। আমাদের বাড়িতে আর কিছু নেই। সব পুড়ে ছাই। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নওদা থানার পুলিশ। খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে ছুটে আসেন বিধায়িকা সাহিনা মমতাজ বেগম, ব্লক তৃণমূল সভাপতি সফিউজ্জামান শেখ। বিধায়িকা সাহিনা মমতাজ বেগম বলেন, চারটি বাড়ির সমস্ত জিনিসপত্র আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। ওদের আর কিছুই নেই। আমরা সর্বতোভাবে ক্ষতিগ্রস্থদের পাশে থাকব। তাদের জন্য সরকারি সাহায্যের ব্যবস্থা করা হবে।
Pranab Kumar Banerjee