শাড়ি পরে ফুটবলে পা দেওয়ার এই ভিডিও নিজেই সোশ্যাল মিডিয়া প্রোফাইলে পোস্ট করেছেন মহুয়া৷ ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘কোনও ভয়ভীতি ছাড়া ফুটবলে কিক করতেই আমরা সবচেয়ে দক্ষ৷ নাকাশিপাড়া, নদিয়া, ৮.১১.২০২৩’
মহুয়া মৈত্রের ভাগ্য নির্ধারণে ৯ নভেম্বরই বৈঠকে বসতে চলেছে সংসদীয় এথিক্স কমিটি৷ বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে তৃণমূল সাংসদের বিরুদ্ধে যে ‘ঘুষের বদলে প্রশ্নে’র অভিযোগ এনেছেন, সেই ঘটনায় খসড়া রিপোর্ট তৈরি করা হবে এদিন৷ ১৫ সদস্যের এই এথিক্স কমিটির অধিকাংশই বিজেপি সাংসদ৷ গত ২ নভেম্বর তাদের সামনেই হাজিরা দিয়েছিলেন মহুয়া৷ তারপরে ‘ব্যক্তিগত’ প্রশ্ন করার অভিযোগ তুলে বৈঠক থেকে রীতিমতো ঝড়ের বেগে বেরিয়ে আসেন৷ তাঁর সেদিনের সেই আচরণের কথাও রিপোর্টে উল্লেখ থাকবে বলে সূত্রের খবর৷
advertisement
প্রসঙ্গত, গত ২ নভেম্বর ‘ব্যক্তিগত এবং অনৈতিক’ প্রশ্ন করার অভিযোগ তুলে এথিক্স কমিটির বৈঠক থেকে বেরিয়ে এসেছিলেন মহুয়া মৈত্র। তার পর লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখে বিস্ফোরক অভিযোগ করেছিলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। তাঁর অভিযোগ ছিল, এথিক্স কমিটির বৈঠকে মৌখিক ভাবে তাঁর ‘বস্ত্রহরণ’ করা হয়েছে। লোকসভার স্পিকারের কাছে এক জন মহিলা সাংসদ হিসাবে ‘সুরক্ষা’ও চান তিনি।
আরও পড়ুন: শান্তিনিকেতন থেকে বিদায় নিলেন বিদ্যুৎ চক্রবর্তী, ‘আনন্দে’ মিষ্টিমুখ বিশ্বভারতীর সামনে
অন্যদিকে, বুধবার এক্স (পূর্বতন টুইটার)-এ বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে দাবি করেন, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে জাতীয় লোকপাল। তাঁর সেই দাবি জানার পরে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া অবশ্য জানিয়েছেন, আদানিদের বিরুদ্ধে ওঠা অভিযোগই আগে তদন্ত করে দেখা উচিত সিবিআইয়ের। পরে যদি তাঁরা সাংসদের জুতোর সংখ্যা গুনতে চান, তাহলে তাঁদের স্বাগত জানাবেন মহুয়া৷