TRENDING:

আমফানের রোষে মহিষাদল রাজবাড়ি, স্বয়ং রাজার মাথা পড়ল খসে

Last Updated:

সংগীতপ্রেমী রাজার কথা ভোলেনি মহিষাদল । সেই রাজার গর্দানে ঝড়ের কোপ! মেনে নিতে পারছে না রাজপরিবার । মন ভালো নেই প্রজাদেরও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মহিষাদল: আমফানে মহিষাদল রাজবাড়ির ক্ষতি হয়ে গিয়েছে মারাত্মক। ঝড়ে ভেঙেছে রাজার মূর্তি। মাথা পড়েছে খসে।
advertisement

মাথা কাটা গিয়েছে রাজার । রাজবাড়ির অন্দরে ফিসফাস । প্রজাদের মধ্যেও কানাকানি । রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে ছিলেন রাজা। রাজার মতই। কোথাকার এক আমফান ঝড় এল। রাজবাড়ির মাথায় আকাশ ভেঙে পড়ল। ঝড়ের দাপটে, রাজার এখন এই হাল। রাজা সতীপ্রসাদ গর্গের মূর্তি ভেঙে গিয়েছে। ভেঙেছে মাথা।

মহিষাদলের রাজা সতীপ্রসাদ গর্গ । প্রজাবৎসল রাজার গুণকীর্তন মুখে মুখে । সংগীতপ্রেমী রাজার কথা ভোলেনি মহিষাদল । সেই রাজার গর্দানে ঝড়ের কোপ! মেনে নিতে পারছে না রাজপরিবার । মন ভালো নেই প্রজাদেরও। মহিষাদলের ইতিহাস জানা মানুষজন বলছেন এ কেমন অলক্ষুণে কাণ্ড।

advertisement

হাতিশালে হাতি নেই। রাজত্বও সময়ের স্রোতে ভেসে গেছে। তবুও রাজপরিবারের মান সম্মান আছে। ঝড়ের সঙ্গে এঁটে উঠতে না পেরে রাজবাড়ীর বাগানে গাছ পড়েছে দেদার। তা বলে রাজার মাথা পড়বে খসে! রাজা সতীপ্রসাদ তো আর কনিষ্ক নন। তাই সতীপ্রসাদের মূর্তির ভাঙা মাথা এখন রাজবাড়ির অন্দরমহলে রাখা। সময়-সুযোগ করে মিস্ত্রি ডেকে জোড়া লাগানো হবে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আমফানের রোষে মহিষাদল রাজবাড়ি, স্বয়ং রাজার মাথা পড়ল খসে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল