স্থানীয় সূত্রে খবর ছেলে সঞ্জয় ঘোষ মানসিক ভারসাম্যহীন। বেশ কিছুদিন আগে সঞ্জয় নিজের মাকে মারধরও করে বলেও অভিযোগ। আজ শুক্রবার সকাল থেকে স্থানীয়রা পচা গন্ধ অনুভব করতে থাকে। সন্ধ্যাবেলায় হঠাৎ রহস্যজনকভাবে বাড়ির ভিতর থেকে ধোয়া দেখতে পায় স্থানীয়রা।
advertisement
এরপরই খবর দেওয়া হয় দমকলে এবং মহেশতলা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন এবং মহেশতলা থানার পুলিশ। পুলিশ পৌঁছে বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢুকে মা বিজলী ঘোষকে জ্বলন্ত অবস্থায় দেখতে পায়। দমকল কর্মীরা তড়িঘড়ি আগুন নিয়ন্ত্রণে এনে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ঘরের ভিতর থেকেই ছেলে সঞ্জয় ঘোষকে আটক করে নিয়ে যায় মহেশতলা থানার পুলিশ। ঘটনার খবর চাউর হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
স্থানীয় বাসিন্দারা জানান গত তিন থেকে চারদিন ধরে মা বিজয়ী ঘোষকে দেখা যাচ্ছিল না। তাহলে আগেই কি বিজলী ঘোষকে খুন করে পরে দেহ লোপাটের চেষ্টা করে ছেলে? সে বিষয়ে তৈরি দানা পাচ্ছে রহস্য।
পুলিশ ইতিমধ্যেই ছেলেকে আটক করে থানায় নিয়ে যাওয়ার পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে মহেশতলা থানার পুলিশ।
Samir Mondal