৬২৩ বছরের ঐতিহ্যের মাহেশ সাজছে নতুনরূপে। রাজ্য পর্যটন মানচিত্রে নতুন সংযোজন শ্রীরামপুরের মাহেশ।
একটা সময়ে ছিল কাঠের রথ। রথ পুড়ে যাওয়ার পর একশো তেত্রিশ বছর আগে মার্টিন বার্ন কোম্পানিকে দিয়ে কুড়ি হাজার টাকায় বারোটি লোহার চাকা লাগানো রথ তৈরি করায় শ্যামবাজারের বসু পরিবার। ন'টি চূড়ার রথের উচ্চতা পঞ্চাশ ফুট, ওজন একশো পঁচিশ টন। বৃহস্পতিবার মাহেশে রথের রশিতে টান দিয়ে উৎসবের সূচনা করেন মুখ্যমন্ত্রী।
advertisement
সংস্কার করা হচ্ছে মাহেশের মন্দির। আট কোটি টাকা খরচে তৈরি হচ্ছে রন্ধনশালা, গেস্ট হাউজ, তোরণ। রাধারানি মন্দির, জগন্নাথ ঘাট সংস্কার ,ইকো-ট্যুরিজম পার্ক তৈরি করতে আরও পনের কোটি টাকা বরাদ্দের কথাও জানালেন মুখ্যমন্ত্রী।
খিচুড়ি, অন্ন, পায়েস / এই নিয়ে মাহেশ । বলরামের জন্য স্পেশাল ছানার পোলাও। দিনভর পূজার্চনা। মন্দির থেকে একে একে নারায়ণ, সুভদ্রা, বলরাম ও সবশেষে জগন্নাথদেবকে রথে তোলা হয়। রথের রশিতে টান দেন ভক্তরা।