আরও পড়ুন: পুলিশ কর্তার বাড়িতে টাকার পাহাড়, সোনার খনি! গুনতে আনা হল মেশিন, মাথায় হাত সিবিআইয়ের
গত কাল গভীর রাতে অভিযুক্তকে বাড়ি থেকে নাগপুর থানার পুলিশ গ্রেফতার করে। ওই যুবকের কাছ থেকে দুটি ল্যাপটপ ও ৪ টি মোবাইল-সহ অনলাইন প্রতারণার প্রচুর নথি বাজেয়াপ্ত করা হয়েছে। আজ মহারাষ্ট্র নাগপুর পুলিশ ওই যুবকে কাঁথি আদালতে পেস করে এবং পুলিশ হেফাজতের জন্য আবেদন জানায়।
advertisement
আরও পড়ুন: ‘পিল লাগবে নাকি’! কলেজ টয়লেটে ছাত্রীর সঙ্গে জোর করে ঘনিষ্ঠতা, পরে ফোনে খোঁজ নিল অভিযুক্ত
প্রসঙ্গত, পুলিশ আধিকারিকের বাড়িতে বিপুল সম্পত্তি উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল পঞ্জাবে। বৃহস্পতিবার সিবিআই অভিযান চালায়। ২০০৯ ব্যাচের আইপিএস ওই আধিকারিকের বাড়িতে হানায় ৫ কোটি টাকা নগদ, দেড় কিলো সোনার গয়না-সহ বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। ওই পুলিশ আধিকারিক বর্তমানে পঞ্জাব পুলিশের ডিআইজি পদে কর্মরত ছিলেন। ওই পুলিশ কর্তাকে ৮ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অপরাধে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত ওই পুলিশ কর্তার নাম হারচরণ সিং ভুল্লার। সেই ঘটনার নিয়ে তদন্তে নেমেই চাঞ্চল্য ছড়ায়। বিপুল সম্পত্তি উদ্ধার করা হয়।