খড়গপুর পৌঁছে ছেলেকে তন্ন তন্ন করে খুঁজেও কোনও কিনারা করতে পারেননি। সেখানকার একটি বেসরকারি লজে বসে তাঁরা জানান, বাথরুম যাওয়ার নাম করে ছেলে বেরিয়েছিলেন। ১৫-২০ মিনিট ধরে না আসায় ট্রেনের বিভিন্ন কামরায় তল্লাশি শুরু করেন। কিন্তু খোঁজখবর মেলেনি। এরপর খড়গপুর নেমেই চাকুলিয়ায় গিয়ে লিখিত অভিযোগ জানায় অর্জুনের পরিবার।
আরও পড়ুনঃ ডেঙ্গি দমনে ‘অল আউট অভিযান’! মশার নামগন্ধ থাকবে না! বিষ্ণুপুর পৌরসভার বিশেষ উদ্যোগ
advertisement
ওই ছাত্রের উদ্দেশে শুরু হয় তল্লাশি। এখনও অবধি কোনও কিনারা করতে পারেনি রেল পুলিশ। এদিন কান্নায় ভেঙে পড়েন মা-বাবা। চাকুলিয়া এবং খড়গপুর জিআরপিতে লিখিত অভিযোগ জানিয়েছেন তাঁরা।
অর্জুনের মা-বাবা জানান, বাথরুমে যাওয়ার আগে মোবাইল চার্জে বসিয়ে গিয়েছিল ছেলে। মোবাইল বা পয়সা তাঁর কাছে কিছুই নেই। ফলে ছেলেকে খুঁজতে ও যোগাযোগ করতে বেগ পেতে হচ্ছে পরিবারকে।