TRENDING:

খড়গপুর IIT-তে ভর্তি হতে যাওয়ার পথে নিখোঁজ! কোথায় গেলেন ভিনরাজ্যের পড়ুয়া? কান্নায় ভেঙে পড়লেন মা-বাবা

Last Updated:

খড়গপুর আইআইটিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অর্জুনকে ভর্তি করবেন বলে ছেলের সঙ্গে আসছিলেন তাঁর বাবা-মা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, শঙ্কর রাইঃ মহারাষ্ট্রের জলগাঁও থেকে খড়গপুর আইআইটির উদ্দেশে রওনা দিয়েছিলেন অর্জুন পাটিল ও তাঁর পরিবার। গত ২০ অগাস্ট মুম্বাই-হাওড়া শালিমার এক্সপ্রেস করে তাঁরা রওনা দেন। খড়গপুর আইআইটিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অর্জুনকে ভর্তি করবেন বলে ছেলের সঙ্গে আসছিলেন তাঁর বাবা-মা। কিন্তু খড়গপুর ঢোকার ঠিক দু’ঘণ্টা আগে ঝাড়খণ্ডের চাকুলিয়া থেকে নিখোঁজ ১৯ বছর বয়সী অর্জুন। এমনটাই অভিযোগ তাঁর বাবা রবীন্দ্র কুমার পার্টিল ও মা মমতা পাটিলের।
নিখোঁজ পড়ুয়া অর্জুন পাটিল
নিখোঁজ পড়ুয়া অর্জুন পাটিল
advertisement

খড়গপুর পৌঁছে ছেলেকে তন্ন তন্ন করে খুঁজেও কোনও কিনারা করতে পারেননি। সেখানকার একটি বেসরকারি লজে বসে তাঁরা জানান, বাথরুম যাওয়ার নাম করে ছেলে বেরিয়েছিলেন। ১৫-২০ মিনিট ধরে না আসায় ট্রেনের বিভিন্ন কামরায় তল্লাশি শুরু করেন। কিন্তু খোঁজখবর মেলেনি। এরপর খড়গপুর নেমেই চাকুলিয়ায় গিয়ে লিখিত অভিযোগ জানায় অর্জুনের পরিবার।

আরও পড়ুনঃ ডেঙ্গি দমনে ‘অল আউট অভিযান’! মশার নামগন্ধ থাকবে না! বিষ্ণুপুর পৌরসভার বিশেষ উদ্যোগ

advertisement

ওই ছাত্রের উদ্দেশে শুরু হয় তল্লাশি। এখনও অবধি কোনও কিনারা করতে পারেনি রেল পুলিশ। এদিন কান্নায় ভেঙে পড়েন মা-বাবা। চাকুলিয়া এবং খড়গপুর জিআরপিতে লিখিত অভিযোগ জানিয়েছেন তাঁরা।

সেরা ভিডিও

আরও দেখুন
জঙ্গলের মাঝে প্রাচীন কালীমন্দির, পঞ্চমুণ্ডির আসন! পুজো করতেন রঘু ডাকাত? কোন শক্তিপীঠ
আরও দেখুন

অর্জুনের মা-বাবা জানান, বাথরুমে যাওয়ার আগে মোবাইল চার্জে বসিয়ে গিয়েছিল ছেলে। মোবাইল বা পয়সা তাঁর কাছে কিছুই নেই। ফলে ছেলেকে খুঁজতে ও যোগাযোগ করতে বেগ পেতে হচ্ছে পরিবারকে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
খড়গপুর IIT-তে ভর্তি হতে যাওয়ার পথে নিখোঁজ! কোথায় গেলেন ভিনরাজ্যের পড়ুয়া? কান্নায় ভেঙে পড়লেন মা-বাবা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল