বাঁকুড়ার এই নিম্ন বুনিয়াদী বিদ্যালয় সেই কারণে এগিয়ে এসেছে পরিবেশবান্ধব কলম তৈরি করতে। কলমগুলি তৈরি করছে ছোট ছোট শিশুরা। প্রত্যেকটি কলম তৈরি হয়েছে কাগজকুচি, কার্ডবোর্ড, আঠা এবং বাজার থেকে কিনে আনা ‘পেনের সিস’ দিয়ে। প্রত্যেকটি পেন পরিবেশবান্ধব এবং লেখার উপযোগী। নিজেদের পেন নিজেরাই তৈরি করছে শিশুরা।
আরও পড়ুন: বাঁকুড়ায় জলের ঘণ্টা! কতটা কাজের বলে বোঝান মুশকিল! আসল বিষয় জানলে আপনিও বাহবা জানাবেন
advertisement
বাঁকুড়া শহর সংলগ্ন কেন্দুয়াডিহি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়। এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক চন্দন দত্তের তত্ত্বাবধানে বিদ্যালয়ের ছোট ছোট ছাত্র-ছাত্রীরা তৈরি করছে পরিবেশবান্ধব পেন। প্রত্যেকটি পেনের পিছনে রয়েছে একটি করে বীজ। অর্থাৎ পেনটির কালি শেষ হয়ে গেলে ছুঁড়ে দেওয়ার পর একটি গাছ জন্ম নিতে পারে। সৃজনশীল কাজের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মধ্যে চিন্তা এবং চেতনার সম্প্রসারণ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রধান শিক্ষক চন্দন দত্ত বলেন, পরিবেশকে রক্ষা করতে গেলে সবার প্রথমে এগিয়ে আসতে হবে বিদ্যালয়গুলিকে। বিদ্যালয়গুলি যদি শিক্ষার্থীদের সঠিক শিক্ষা দিতে পারে তাহলে আগামী প্রজন্মের হাত ধরে বদলে যাবে পৃথিবী। নিম্ন বুনিয়াদি স্তরে বাচ্চাদের চেতনা তৈরি করতে পারলে, সেই চেতনার পরিবর্তন হয় না খুব সহজে। সেই কারণেই শিশু মনের মধ্যে পরিবেশবান্ধব বস্তু ব্যবহার করার তাগিদ তৈরি করার একটি ক্ষুদ্র প্রচেষ্ট এটি।
নীলাঞ্জন ব্যানার্জী





