রাজনীতি থেকে শিক্ষা, সবকিছুর নজরেই বর্তমানে পূর্ব মেদিনীপুর। পরপর কয়েক বছর এবং দশকের রেজাল্টের ধারাবাহিকতা বজায় রেখে এবারও পূর্ব মেদিনীপুর পাশের হারে শীর্ষে। এবারেও মাধ্যমিকের ফলাফলে অন্যান্য জেলাকে টেক্কা দিল পূর্ব মেদিনীপুর। ধারাবাহিকতা বজায় রেখে এবারও মাধ্যমিকে পাশের হারে এক নম্বরে পুর্ব মেদিনীপুর।
পড়ুয়াদের সাফল্যে খুশি সাধারণ মানুষ, অভিভাবক থেকে শিক্ষাবিদ সকলেই। এ'ব্যাপারে তাঁরা কৃতিত্ব দিচ্ছেন পড়ুয়াদের মেধা, অধ্যাবসা এবং পরিশ্রমকে। সঙ্গে অভিভাবকদের মনোভাব, শিক্ষকদের পড়ানো এবং জেলার সাংস্কৃতিক চেতনাকেও ভাল রেজাল্ট-এর কারণ হিসেবে গুরুত্ব দিচ্ছেন সকলে।
advertisement
শুধুমাত্র পাশের শতকরা হিসেবে পূর্ব মেদিনীপুর জেলার পড়ুয়ারা এক নম্বরে রয়েছে, তা নয়, এই জেলার ১৬ জন মাধ্যমিক উত্তীর্ণ পড়ুয়া এবার প্রথম দশে জায়গা করে নিয়েছে গোটা রাজ্যে। তৃতীয়, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম,অষ্টম থেকে দশম, বিভিন্ন স্থানেই নাম রয়েছে এই জেলার পড়ুয়াদের।
Sujit Bhoumik