TRENDING:

আগামী ২৫ বছর রাজ্যে কী হতে চলেছে? বাঁকুড়ায় বিরাট ভবিষ্যৎবাণী করলেন মদন মিত্র

Last Updated:

Madan Mitra: মঙ্গলবার বাঁকুড়ার দুর্লভপুরে শ্রমিক সংগঠনের কালীপুজোয় উপস্থিত হয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পঞ্চায়েত ভোট নিয়ে মুখ খুললেন তৃনমূল নেতা মদন মিত্র।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বাঁকুড়া: পঞ্চায়েত ভোটের আগে এবার বিরোধীদের বিরুদ্ধে বড় ভবিষ্যৎবাণী করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। বাঁকুড়ায় গিয়ে তিনি "পঞ্চায়েত নির্বাচনে সত্তর শতাংশ আসনে মনোনয়ন ও এজেন্ট দিতে পারবে না বিরোধীরা, এমন ধাক্কা পাবে যে ২৫ বছর তৃণমূল ছাড়া অন্য কোনও দলের পতাকা এ রাজ্যে থাকবে না।
মদন মিত্র 
ফাইল ছবি।
মদন মিত্র ফাইল ছবি।
advertisement

মঙ্গলবার বাঁকুড়ার দুর্লভপুরে শ্রমিক সংগঠনের কালীপুজোয় উপস্থিত হয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন তৃনমূল নেতা মদন মিত্র। প্রবীণ তৃণমূল নেতা ও কামারহাটি বিধায়ক বলেন, "আগামী পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা কতটা শক্তিশালী হবে তা বলতে গেলে জ্যোতিষী হতে হয়। তবে এটা বলা যায় পঞ্চায়েত নির্বাচনে সত্তর শতাংশ আসনে মনোনয় দিতে পারবে না বিরোধীরা। এজেন্টও দিতে পারবে না। এই নির্বাচনে বিজেপি, সিপিএম ও কংগ্রেস যে ধাক্কা পাবে তাতে আগামী ২৫ বছর এ রাজ্যে তৃণমূল ছাড়া আর কোনও দলের পতাকা দেখা যাবে না।

advertisement

আরও পড়ুন : দীপাবলিতে বায়ু দূষণে রেকর্ড পতন কলকাতায়! মঙ্গলেও শহরের আকাশ সবুজ...

অন্যদিকে কালীপুজো মিটতে না মিটতেই পঞ্চায়েত ভোট নিয়ে সরব বিরোধী শিবিরও। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার বলেন, "পঞ্চায়েত ভোট যদি রাজ্য পুলিশ দিয়ে করার উদ্যোগ নেওয়া হয় সরকারি তরফে তাহলে প্রতিবাদ তো হবেই, আমরা আদালতে দ্বারস্থও হব। বিগত পুর নির্বাচনগুলোতে রাজ্য পুলিশ দিয়ে ভোট করিয়ে কী হয়েছে তা সবাই দেখেছে। বিষয়টি আদালতেরও নজরে রয়েছে। পুরসভার ভোটে শাসক দল তৃণমূল কংগ্রেস ভোট লুঠ করে ক্ষমতায় এসেছে। আমাদের দাবি থাকবে, শান্তিপূর্ণ ও অবাধ পঞ্চায়েত ভোট কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানেই করার।’’

advertisement

আরও পড়ুন : ডিম আগে না মুরগি আগে? উত্তর খুঁজতে হিমশিম? আসল রহস্য ফাঁস করলেন গবেষকরা!

তিনি এও বলেন, ‘‘রাজ্যের আইন-শৃঙ্খলার যা পরিস্থিতি তাতে কেন্দ্রীয় বাহিনী ছাড়া বাংলায় কোনও ভোট হওয়াই উচিৎ নয়। পঞ্চায়েতে যদি সরকার রাজ্য পুলিশ দিয়ে ভোট করাতে চায় তাহলে আমরা আদালতে যাব।’’ এই নিয়ে আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। তবে আদালত যা রায়ই দিক, পঞ্চায়েতে লড়াইয়ের জন্য যে তাঁরা প্রস্তুত সেকথাও স্পষ্ট করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বলেন, ‘‘সব বুথে লড়াই হবে। আদালতে লড়াই হবে। রাজনীতির ময়দানেও লড়াই হবে।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের পাওয়ার লিফটিং খেলায় বাংলার গুরুত্বপূর্ণ অবদান! সাফল্যের পথ দেখাচ্ছে অভাবী পরিবার
আরও দেখুন

প্রিয়ব্রত গোস্বামী, বাঁকুড়া

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আগামী ২৫ বছর রাজ্যে কী হতে চলেছে? বাঁকুড়ায় বিরাট ভবিষ্যৎবাণী করলেন মদন মিত্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল