TRENDING:

Madan Mitra: দিদির বকুনি খেয়ে ফেসবুক লাইভ , 'সেই মদন মিত্রকে আর পাবেন না'

Last Updated:

এবার কি তবে মদন মিত্রের ফেসবুক লাইভ বন্ধ!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: অভিমানী মদন। দিদির বকা খেয়ে মদনের উত্তর, "এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার...আজি প্রাতে সূর্য ওঠা সফল হল কার....কাহার অভিষেকের তরে, সোনার ঘটে আলোক ভরে, উষা কাহার।" আবেগমথিত মদন অবশ্য ফের সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। যদিও সোশ্যাল মিডিয়ায় আগামীকাল থেকে তিনি আর আগের মতো সক্রিয় থাকবেন না বলেই জানিয়েছেন। প্রসঙ্গত, এদিন সোশ্যাল মিডিয়ায় দলের কর্মীদের কr ভূমিকা থাকা উচিত, তা জানিয়ে দিয়েছেন মমতা বন্দোপাধ্যায়। উল্লেখ্য, গতকাল রাতে কামারহাটির প্রশাসকদের নিয়ে মদন মিত্র একটা ফেসবুক লাইভ করেন। তা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায়৷ এর পরেই তৃণমূল ভবনে ডেকে পাঠানো হয় মদন মিত্রকে। সেখানেই মদনকে ফেসবুকে সাবধান হতে বলা হয়৷ তারপরে ফের সোশ্যাল মিডিয়ায় সক্রিয় মদন। কী বললেন তিনি! "আমি দোলের পার্টিতে যাই। আমি ওহ লাভলির পার্টিতেও যাই। কিন্তু আমি মদন মিত্র কাউকে ছেড়ে যাই না। আমার এই একটা গুণ নেই৷ আমি চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে একমত। আমার ফেসবুক লাইভ এত লোক দেখে যে আমি একটা স্ট্যান্ডার্ড মেইন্টেন করি। আমি বরাবর প্রথম হয়েছি। আমার বউ আমাকে কোন দিন ছেড়ে বাপের বাড়ি যায়নি। কারণ গিয়ে দেখবে ওর আগে আমি গিয়ে বসে আছি। নয়তো নতুন বউ এসে বসে আছে। আমি ঝান্ডা, দল, নেত্রী পাল্টাইনি৷ ২২ মাস জেলে ছিলাম। মমতা-অভিষেক আর কামারহাটি আমার পাশে না থাকলে আমি বাঁচতাম না।"
advertisement

এর পর মদন মিত্র বলে চলেন, "তুমি দেখেছো ঘুঘুটি, তাই এত ভুরভুটি, ওহ জয়ঢাক। মমতা বন্দোপাধ্যায় ছিলেন বলেই আমি আজ এই জায়গায়। রাজ চক্রবর্তীকে আমি রাজ অভিষেক করে দেব। আমার কিছু চাই না। আমি পছন্দ করি তোমায়। তোমার খেলায় খুশি৷ ঋতব্রত দুঃখ পেয়ো না। তোমার সাথে অনেকবার কথা হওয়ার কথা ছিল। তোমার চিঠি আমি পেয়েছি। কিন্তু আমি জানতাম সঠিক সময় আসবে। শ্রমিক সংগঠনের দায়িত্বে তুমি। তোমাকে লড়তে হবে। এই লড়াইয়ে পাশে থাকব। একটা গোপন ঘর করব৷ আর গোপন বই এনে পড়ব আমরা দুজনে। সকলকে শুভেচ্ছা জানালাম। ফুল আর মিষ্টি দেব। সায়নী তোমার জন্যে আছি। যেখানে অভিষেক বলবে সেখানেই আমি যাব। আমি সেখানেই যাব, যেখানে শুভেন্দু চ্যালেঞ্জ করেছিল। দিদির কাছে মদন মিত্রের ফেসবুকের চেয়ে ফেস ভ্যালু অনেক বেশি৷ কোথাও কোনও দাগ নেই। চন্দ্রিমাদি ও সুব্রত বক্সী বলেছেন, আমার কথা কত লোক শোনে। কালকের পর থেকে সেই মদন মিত্রকে আর পাবেন না, যে মদন মিত্রকে কথায় কথায় পেতেন। "দোলাও দোলাও, দোলাও আমার হৃদয়"। একটা বিরাট কাজ আজ মমতা বন্দোপাধ্যায় করে দিয়েছেন। চন্দ্রিমা দিকে বলে দিয়েছেন আমাদের সব কাজ করে দিতে। আর শোনো ঘটি বাটি পাশে থাকলে ঝনঝন আওয়াজ হয়৷ এত বড় জাহাজ একটু তো ধাক্কা লাগবেই। তবে সেই ধাক্কা ব্যক্তিগত নয়। আমি গোপাল সাহাকে বলছি আগামীকাল দুপুর ১টায় তুমি সব কাউন্সিলরদের ডাকো৷ কার কি চাই? সবাইকে ডাল, ভাত, তরকারি আর দই খাওয়াব। অসাধারণ আজ মিটিং হল। আমি  বুঝতেই পারছি না। এটা তৃণমূলের টিম। বিজেপি যেমন ল্যাক ল্যাক করছে তাতে ওদের আর কেউ থাকবে না। আমাদের আর কি পাওয়ার আছে বলুন? আমি এমএলএ হ্যাটট্রিক। গোপাল তুমি আর আমি বসব। কামারহাটিকে সাজিয়ে দেব। নাম হবে একদিন গোপালনগর।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

তবে কি দিদির বকুনি খেয়ে অভিমান হল মদন মিত্রের! সেসব নিয়ে তিনি কিছু বললেন না। তবে বললেন, ''এক গুরুর শিষ্য, আরেক শিষ্যের ক্ষতি করতে পারে না। কালকের মিটিং ডাকছো কিনা আমায় জানিও। প্রশাসক তার কাজ করবে, এম এল এ তার কাজ করবে৷ গোপাল তুমি যে চেয়ারম্যান হয়েছো, তোমার কাউন্সিলরদের বলে দিও আমি যতদিন বেঁচে আছি কারও ক্ষমতা হবে না তোমায় কিছু করার। আমি হিংসুটে নই, আমি ঝগড়ুটে। কিন্তু আমি ক্ষতি করি না। তুমি প্রশাসক থাকবে। তবে আজ কিন্তু কোনও প্রশাসককে ডাকেনি মিটিংয়ে।''

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Madan Mitra: দিদির বকুনি খেয়ে ফেসবুক লাইভ , 'সেই মদন মিত্রকে আর পাবেন না'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল