এই প্রেমের মাসে সাত থেকে ১৩ তারিখ পর্যন্ত প্রেমিক-প্রেমিকারা নিজেদের মনের মানুষটিকে দিয়ে থাকেন নানা উপহার নানা প্রতিশ্রুতি। আর এর পরই ১৪ ফেব্রুয়ারি । সারাদিন ঘোরা খাওয়া-দাওয়া এসব নিয়েই মেতে থাকেন কপোত-কপোতীর। শুধুমাত্র এই দিনটাকে উপলক্ষ করে সেজে ওঠে পার্ক গুলিও। পার্কের গাছপালা ফুল তারাও যেন একে অপরকে ভালোবেসে দুলতে থাকে ।
advertisement
পূর্ব বর্ধমানের (purba bardhaman) কৃষ্ণসায়র পার্ক হল যুগলদের অন্যতম ঠিকানা। বছরের অন্যান্য দিন ভিড় তো থাকেই । তবে ভ্যালেন্টাইনস ডে কে উপলক্ষ করে যুগলরা এসে হাজির হয় এই লাভারস পয়েন্টে। এদিন পার্কে কাওকে দেখা গেল একে অপরের হাত ধরে হাঁটতে তো কাওকে দেখা গেল নিজের মনের মানুষটির সঙ্গে খুনসুটি করতে । কেউ আবার প্রপোজ করে ফেললেন ফিল্মি স্টাইলে । এভাবেই ভ্যালেন্টাইন্স ডে (valentine's day) উপভোগ করলেন যুগলরা ।
প্রতিবছরই এদিন কৃষ্ণসার পার্কে ভিড় করেন প্রেমিক প্রেমিকা। এ বছরও অন্যথা হল না তার । এদিনও কপোত কপোতীর ভিড় করলেন এই লাভারস পয়েন্টে ।
Malobika Biswas
