অমানবিকতার আরও এক নজির। এবার মালদহে। সামসি স্টেশন সংলগ্ন এলাকা থেকে রক্তাক্ত, সংজ্ঞাহীন অবস্থায় এক অন্তঃসত্ত্বা তরুণীকে উদ্ধার করে আরপিএফ ও রেলপুলিশ। তরুণীর ডান হাত কাটা গেছে। মাথায় ও শরীরে একাধিক চোট। প্রথমে সাধারণ ট্রেন দুর্ঘটনা মনে করলেও , পরে তরুণীর পরিবারের কথায় হতভম্ভ দুঁদে অফিসাররাও ।
রতুয়ার শিবরামপুরের বাসিন্দা তরুণীর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রতুয়ারই বাহারালের বাসিন্দা অসীম মণ্ডলের। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তরুণীর সঙ্গে সহবাস করে অসীম। পরে তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বেঁকে বসে সে।
advertisement
তরুণীর পরিবারের অভিযোগ, অন্যত্র নিজের বিয়ে ঠিক করে ফেলে অসীম ৷ ঘটনা জানাজানি হতে তরুণীকে বিয়ের প্রস্তাব দেওয়া হয় অসীমকে ৷ রাজি হয়নি সে ৷ গত সোমবার রতুয়া থানায় অসীমের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করে তরুণী ৷ গ্রেফতারি এড়াতে পথের কাঁটা সরানোর পরিকল্পনা করে অসীম ৷ ফোন করে তরুণীর কাছে ক্ষমা চায় সে ৷ পরে পালিয়ে বিয়ে করার প্রস্তাব দিয়ে তরুণীকে সামসি স্টেশনে ডেকে পাঠায় অসীম ৷ সামসি থেকে কাটিয়ার যাওয়ার পথে চলন্ত ট্রেন থেকে তরুণীকে অন্য ট্রেনের সামনে ঠেলে ফেলে দেয় সে ৷ ট্রেনের চাকায় কাটা পড়ে তরুণীর ডানহাত ৷ গুরুতরভাবে আহত হয় সে ৷
ঘটনার পর থেকে পলাতক অসীম। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷ মালদহ মেডিক্যালে এই মুহূর্তে চিকিৎসাধীন নির্যাতিতা। সারা শরীরে আঘাত। মুখ-ময় ব্যান্ডেজ। তবে শরীরের আঘাতের চেয়ে অনেক বেশি মানসিক যন্ত্রণায় কাতরাচ্ছে সাত মাসের অন্তঃসত্ত্বা তরুণী।