TRENDING:

হাসপাতালে ফিল্মি কায়দায় বিয়ে করলেন প্রেমিক যুগল

Last Updated:

হাসপাতালে ফিল্মি কায়দায় বিয়ে করলেন প্রেমিক যুগল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বনগাঁ: এ যেন একেবারে বলিউডি রোমান্টিক সিনেমা । বনগাঁ হাসপাতালে নিজের হাত কেটে প্রেমিকার সিথিঁতে সিঁদুর পরিয়ে বিয়ে করলেন প্রেমিক। প্রেমিকার পরিবারের মারে আহত হয়ে হাসপাতালে ভরতি হতে হয় প্রেমিককে। হাসপাতালে দেখতে যান প্রেমিকা। সেখানেই ফিল্মি কায়দায় বিয়ে করেন প্রেমিক।
advertisement

হাসপাতালে ফিল্মি কায়দায় বিয়ে করলেন প্রেমিক যুগল। কলেজ পড়ুয়া পিউ বিশ্বাসের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল বলরাম নাগের। সোমবার বিয়ের বিষয়ে কথা বলতে প্রেমিকা পিউ বিশ্বাসের বাড়িতে যায় সে।

অভিযোগ, প্রেমিকার বাড়ির লোকজন বেধড়ক মারধর করে প্রেমিক বলরাম নাগকে। বনগাঁ হাসপাতালে তাকে ভরতি করা হয়। মঙ্গলবার সেখানেই প্রেমিকের সঙ্গে দেখা করতে যান প্রেমিকা পিউ বিশ্বাস। এরপরই নিজের হাত কেটে রক্ত দিয়ে প্রেমিকার সিথিঁ ভরিয়ে দেন প্রেমিক বলরাম নাগ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দূর দূরান্ত থেকে মানুষ আসে শুধু সূর্যাস্ত দেখতে, বাংলার এই 'অনামী' স্পট এখন 'হটফেভারিট'!
আরও দেখুন

পরিবার মেনে না নিলেও সারা জীবন একসঙ্গেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন এই প্রেমিক প্রেমিকা।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
হাসপাতালে ফিল্মি কায়দায় বিয়ে করলেন প্রেমিক যুগল