এতটাকা নিয়ে কি করবেন তিনি সেই চিন্তাই ঘুরে বেড়াচ্ছে তার মাথায়। পেশায় মাছ ব্যবসায়ী সুবল প্রায়শই লটারির টিকিট কাটত। ভাগ্য ফেরার আশায় টিকিট কেটে যেতেন তিনি। অভাবের সংসারে কোনওরকমে দিন কেটে যেত তার। এবার ১ কোটি টাকা পেয়ে সেই মাছ ব্যবসা আরও বড় করতে চান তিনি। টাকা পাওয়ার পর হঠাৎ তিনি এলাকায় ছিলেন না। তাঁকে দেখতে ভিড় করেছেন অনেকেই। কিন্তু সুবল রাতারাতি উধাও।
advertisement
আরও পড়ুন: ঝিঙের মতো দেখতে এই সবজি খেলেই কমবে ওজন! সুস্থ থাকবে হার্ট! ক্যানসার দূরে থাকবে!
১ কোটি টাকা পেয়ে ঘুম উড়েছে তার। যে লোকটা মাছ বিক্রি করে দিন কাটাতেন রাতারাতি তিনি এখন সেলিব্রেটি। তাঁকে নিয়ে জোরকদমে চলছে আলোচনা। বাড়ির লোকেরাও তাঁকে নিয়ে খুব চিন্তায় রয়েছেন। যদিও তারা এই ঘটনায় খুব খুশি। ১ কোটি টাকা নিয়ে জীবনের বাকি সময়টা ভালোভাবে কাটাতে চান সুবল।
নবাব মল্লিক