পুজো কমিটির সদস্যরা জানিয়েছেন, আমরা বর্তমান দিনে মোবাইল মুঠো ফোনে বন্দি। ফলে বর্তমান ছাত্র সমাজ ও যুব সমাজ হারিয়ে ফেলছে শৈশব। ৯০দশকের আগের সকলেই শৈশবকে উপভোগ করলেও এখন আর কেও উপভোগ করে না শৈশবকালকে।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
তাই আমরা পুজো থিমের মধ্যেই ফুটিয়ে তুলেছি হারিয়ে যাওয়া শৈশবের স্মৃতি। এছাড়াও সুতোর কারুকার্যে ফুটিয়ে তোলা হয়েছে দেবী মাতৃ প্রতিমাতে।মণ্ডপে ফুটিয়ে তোলা হচ্ছে ছেলেবেলার হারিয়ে যাওয়া বাগবন্দী, পালকি, হাতে টানা রিক্সা সহ হারিয়ে যাওয়া খেলা।
advertisement
আরও পড়ুনBiggest Durga Idol : দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে উদ্বোধন হল বিশ্বের সবথেকে বড় দুর্গার, জানুন কোথায়
পুজো কমিটির সদস্যদের কথায়, দীর্ঘ ২৫বছর ধরে আমরা এই পুজো পরিচালনা করে আসছি। প্রতি বছর থিমের নতুনত্ব থাকে পুজোতে। এবার চেষ্টা করেছি আমরা নতুনত্ব তুলে জেলাবাসীকে উপহার দেওয়ার। জঙ্গিপুর এক প্রাচীন শহর। তাই হারানো শৈশবকেই তুলে ধরা হয়েছে মণ্ডপসজ্জাতে থিমের চমকে। এছাড়াও আছে বাহারী চোখ ধাঁধানো আলোকসজ্জা। দর্শনার্থীদের ঠাসাঠাসি ভিড় থাকে পুজোর দিনগুলিতে।