খাতা-কলম বলছে, বর্ষা সেই কবে ঢুকে গিয়েছে দক্ষিণবঙ্গে। কিন্তু কোথায় বৃষ্টি? ছিটেফোঁটা যা হচ্ছে, তাতেই সন্তুষ্ট থাকতে হচ্ছে। পর্যাপ্ত জল না পেয়ে ব্যাপক ক্ষতির মুখে হাওড়ার আমতা ও উদয়নারায়ণপুরের পাটচাষ।
এমনিতেই মন্দা পাটের বাজার। ফলন ভালো হলেও, তার দাম মেলা ভার। এবার সমস্যা বাড়িয়েছে তীব্র জল সংকট। পুকুর, খাল, বিল শুকিয়ে কাঠ। জলশূন্য টুকুর খাল। জল নেই মজা দামোদর,রামপুর ক্যানালেও। মাঠেই শুকিয়ে যাচ্ছে পাট গাছের পাতা।
advertisement
দামোদর নদ থেকে পাম্প চালিয়ে জল তুলে পাট পচানোর কাজ চলছে। তবে তা ব্যয়সাধ্য। খরচ দেড়শো টাকা প্রতি ঘণ্টা। কৃষকদের আশঙ্কা, খুব তাড়াতাড়ি বরুণদেবের কৃপা না হলে পাট গাছ বাঁচানো যাবে না। মেটানো যাবে না দেনাও। দক্ষিণবঙ্গে পথ হারিয়েছে বর্ষা। এখনও আশার কথা শোনাচ্ছে না হাওয়া অফিস। একটু বৃষ্টির জন্য এখন হা-পিত্যেশ অপেক্ষা।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 24, 2019 9:37 PM IST